প্রয়াত প্রবীণ তেলুগু পরিচালক সাগর ওরফে বিদ্যা সাগর রেড্ডি। দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতার ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে বে⛄শি অসুস্থ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর চেন্নাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৮৩ সালে ‘রাকাসিলোয়া’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন সাগর। প্রায় ৩৫টি ছবি পরিচালনা করেছেন তিনি। ‘স্টুভার্টপুরম ডোঙ্গালু’ ছবির হাত ধরে প্রথম সফলতার স্বাদ পান তিনি। বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছিল, তুমুল হিট হয়েছিল এই ছবি। পাবলিক রাউডি, দাদি, নক্ষত্র পোরাতাম, আম্মা ডোঙ্গা, ভারতসিমহাম, আম্মানাকোদালা, আলুমাগালু, জগদেকাভিরুডু�ಞ�, রামাসাক্কানোডু এবং অন্বেষনার মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
১৯৯০ সালে জনপ্রিয় অভিনেতা ভানু চন্দর, সুমন এবং কৃষ্ণা ঘটামানেনির সঙ্গেও কাজ করেছেন প্রবীণ তেলুগু পরিচালক। সাগরের সহকারী পরিচালকের একটি দীর্ঘ তালিকা ছিল এবং তাঁদের মধ্যে কয়েকজন যেমন শ্রীনু ভাইটলা, ভিভি বিনায়ক, রবি কুমার চৌধুরী এবং জি নাগেশ্বর রেড্ডি পরিচালক হিসেবে 🌌সফল হয়েছিলেন।
আরও পড়ুন: পরিচারিকা থেকে অভিনেত্রী, ১৯ বছরে বিয়ে, স্বামীকে ছেড়ে অন্য কারও সঙ্গে পালিয়ে যান শশীকলা
গুরুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক শ্রীনু ভাইটলা। বৃহস্পতিবার টুইটে তিনি লেখেন, ‘বেদনাদায়ক খবর। আমার গুরু সাগর আর নেই। সমস্ত সহকারীকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন, যত্ন নিতেন তিনি। অনেক মূল্যবান জিনিস শিখিয়েছিলেন। তিনি আমাদের সবার জন্য একটি মহান 🃏সমর্থন ছিলেন। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। ওম শান্তি স্যার’।