এবারের অস্কারের জন্য ভারতের তরফে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ ছবিটিকে পাঠানো হয়েছে অফিসিয়াল এন্ট্রি হিসেবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে মোটেই খুশি নন𒉰 ১২ ফ🥂েল ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া। নাম না করে কী তোপ দাগলেন?
আরও পড়ুন: 'সন্ধ্যার পর এখন আর বাইরেﷺ থাকি না', বিয়ের বছর ঘুরতে চলল, কী কী বদল এল পরমব্রতর?
কী জানালেন বিধু বিনোদ চোপড়া?
সম্প্রতি বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন তাঁর পরিচালিত ছবি ১২ ফꦐেল গোটা বিশ্ব থেকেই তুমুল প্রশংসিত হয়েছে। বিক্রান্ত মাসে এবং মেধা শঙ্কর অভিনীত ছবিটি ২০২৩ সালের অন্যতম চর্চিত এবং বক্স অফিস হিট ছবি🍸 ছিল। এবার সেই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে বিধু বিনোদ চোপড়া জানান হলিউডের লোকজন মনে করছেন এই ছবিটিকে এবার ভারতের উচিত ছিল অস্কারের জন্য পাঠানো।
গোয়ায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুক্রবার বক্তব্য রাখতে উঠে বিধু বিনোদ চোপড়া🃏 বর্তমানে থ্রিলার ট্রেন্ড নিয়ে কথা বলেন। জানান অন্যান্য কোনও ছবিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় না আজকাল। তিনি এদিন একই সঙ্গে আরও বলেন, 'আপনাদের আরও একটা কথা বলি, আমাকে অনেকেই বলেছে, এমনকি হলিউডের অনেকেও যে যেটা গ😼েছে সেটার বদলে ১২ ফেল ছবিটিকে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এবার অস্কারে পাঠানো উচিত ছিল।'
এই বিষয়ে বলে রাখা ভালো, গত বছর একাডেমি অ্যাও🌃য়ার্ডসের জন্য ভারতের তরফে একটি মালায়লাম ছবি ২০১৮ কে পাঠানো হয়। সেই ছবিটি মনোনয়ন পর্যন্ত পায়নি। ১২ ফেল ছবিটি ভারতের ফিল্ম ফেডারেশন সিলেক্ট করেনি।
কিন্তু এসব নিয়ে মোটেই কেয়ার করেন না বিধু বিনোদ চোপড়া। তাঁর কথায়, 'আমি কি আদৌ কেয়ার করি এসব নিয়ে? আমি ভাবি যে আমি কি ভালো ছবি বানালাম? নাকি বানালাম না। তাই পুরস্কারকে এত গুরুত্ব দেবেন 🧜না।'
১২ ফেল ছবিটি প্রসঙ্গে
অনুরাগ পাঠকের বই যেখানে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনীকে তুলে ধরা হয়েছিল সেটার উপর ভিত্তি করে এই ছবিটি বানানো হয়। মুখ্য ভূমিকায় ছিলেন বিক্রান্ত মাসে এবং মেধা শঙ্কর। ২♕০ কোটি বাজেটে বানানো ছবিটি বক্স অফিসে ৭০ কোটি টাকা আয় করেছিল।