সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ‘বয়কট’ ট্রেন্ড। বলিউডের একের পর এক ছবি বয়কট করছে নেটিজেন। সোশ্যাল মিডিয়া যেমন শুক্𒆙রবার-শনিবারে একটি নতুন প্রবণতা আবির্ভূত হতে দেখেছে, তেমনি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও সকলের সঙ্গে একবদ্ধ হয়ে পালটা লড়াই করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
টুইটার ব্যবহারকারীরা #boycottLiger ট্রেন্ড তৈরি করায়, এটির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে জানিয়ে একটি টুইট করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর আসন্ন সিনেমার নাম ‘লাইগার’। রহস্যে মোড়া তেলুগুতে একটি টুইট করেছেন বিজয়। তাতে লেখা রয়েছে, ‘যখন আমরা ধর্ম অনুসারে কাজ করি তখন অন্যের কথা চিন্তা করার দরকার নেই, আমরা লড়াই করব।’ টুইটে একটি ফায়ার ইমোজিও যোগ করেছেন তিনি। আরও পড়ুন: ‘মহানন্দা’য় মহাশ্বেতা গার্গী রায়চৌধুরী, পুরস্কার পেলেন সেরা অভিনেত্রী হিসেবে
বিজয়ের মন্তব্যে অসন্তুষ্ট টুুইটার ব্যবহাকারীর একাংশ, ‘লাইগার বয়কট’-য়ের ডাক দিয়েছেন তাঁরা। কেউ কেউ এই প্রকল্পের সঙ্গে করণ জোহরের জুড়ে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। লাল সিং চাড্ডা, রক্ষা বন্ধন, দোবারা এবং এখনও মুক্তি পাওয়া পাঠানের পরে আরেকটি সিনেমা, যা নেটিজেনরা বিভিন্ন কারণে বয়কট করার আহ্বান জানিয়েছে। আরও পড়ুন: ব্যাকলেস ব্লাউজ, আইভরি রঙা শাড়িতে ঝলমল করছেন মিমি! চোখ সরানো দায় নেটিজেনের
লাল সিং চাড্ডা সম্পর্কে বিজয় ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, ‘আপনি যখন একটি ফিল্ম বয়কট করার সিদ্ধান্ত নেন, আপনি শুধুমাত্র আমির খানকে প্রভাবিত করছেন না, আপনি হাজার হাজার পরিবারকে প্রভাবিত করছেন যারা কাজ এবং জীবিকা হারাচ্ছে। আমির স্যার এমন একজন যিনি দর্শকদের থিয়েটারে টেনে আনেন। আমি জানিনা কেন এই বয়কটের রব, তবে ভুল বোঝাবুঝির জন্যই যে এটি ঘটছে, অনুগ্রহ করে বুঝতে হবে। আপনি একা আমির খানকে প্রভাবিত করছেন না বরং অর্থনীতিকে প্রভাবিত করছেন। এটা বড় মাপের ছবি।’ আরও পড়ুন: নীতুর জন্মদিনে পানীয়ের গ্লাস হাতে রেখা, কেক খাওয়ানোর পুরনো ছবি ভাইরাল
ছবির প্রচারে দেশের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন 'লাইগার' জুটি বিজয় দ🅷েবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে। পুরী জগন্নাথ পরিচালিত লাইগার-এ বিজয়কে দেখা যাবে এক দুর্ধর্ষ বক্সারের ভূমিকায়। এই ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। মুম্বইয়ের বস্তির এক 'চায়েওয়ালা' কেমনভাবে মার্কিন মুলুকে গিꦇয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ানশিপে যোগ দেবে, তাই উঠে আসবে এই ছবিতে।