বলিউড অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে বুধবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়⛄েছে। অভিযুক্ত ভিখা রাম, য🤪িনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।
হাভেরির পুলিশ সুপার অংশু কুমার বলেন, 'মহারাষ্👍ট্র এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিত🔥ে হাভেরি টাউন থেকে একজনকে আটক করা হয়েছে এবং আজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রায় দেড় মাস আগে হাভেরিতে যাওয়ার আগে কর্ণাটকে♊র বিভিন্ন স্থানে অবস্থান করছিল। তিনি নির্মাণ সাইটে কাজ করতেন এবং গৌদর ওনিতে একটি ভাড়া ঘরে থাকতেন।
আরও পড়ুন: ষষ্ঠ দিনে বদলে গেল সব হিসেব! আয়ে এগিয়ে ভুল ভুলাইয়া ৩𝔍, ক🤡ত পিছনে পড়ল সিংঘম এগেইন
পুলিশের একটি সূত্র জানিয়েছে, 'অভিযুক্ত ব্যক্তি একটি আঞ্চলিক নিউজ চ্যানেল দেখছিলেন, তখনই সে হঠাৎ মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এবং সলমন খানকে হত্যার হুমকি দেয়। তিনি একজন দিনমজুর এবং নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত বলে দাবি করেন। এটি তার বক্তব্য, তবে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং আরও তদন্ত ক▨রবে মুম্বই পুলিশ। আমাদের টিম শুধু তাকে সুরক্ষিত ভাবে মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছে।
আরও পড়ুন: ফরসা-গোলাপি রং, মিষ্টি ফ্রেম! মেয়ের প্রথম ছবি সামনে আনলেন কাঞ্চন-পত্🀅নী শ্রীময়ী
সলমন খানকে বিক্রমের হুমকির বার্তা
এই বিক্রমের দেওয়া হুমকি মেসেজে বলা হয়েছিল, 'সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তিনি আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইবেন অথবা ৫ কোটি টাকা দেবেন। যদি তিনি তা না করেন, তবে আমরা তাঁকে হত্যা করব; আমাদের গ্যাং এখনও সক্রিয়।' মে🥀সেজ প্রেরক প্রথমে নিজেকে জেলবন্দি গ্যꦯাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওরলি থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি কিಌনলেন রাহুল বৈদ্য, বর্তমানে কে বড়লোক? তিনি না অভিজিৎ সাওয়ান্ত
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত কর্নাটকের বাসিন্দা, এরপরই ওরলি পুলিশের একটি দলকে তাঁকে গ্রেফতার করতে পাঠানো꧃ হয়। মঙ্গলবার গভীর রাতে এই ব্যক্তিকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর ওরলি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমা🌜ন্ডের জন্য তাকে স্থানীয় আদালতে হাজির করা হলে, তাঁকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
কাজের সূত্রে, সলমন বর্তমানে মৃত্যুর হুমকির মধ্যেই বিগ বস ১৮ এবং তাঁর পরবর্তী ছবি সিকান্দারের শুটিং করছেন। তাকে সর্বশেষ রোহিত শেট্টির কপ ড্রামা সিংঘম এগেইন-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে দাব𓆉াং চরিত্র চুলবুল পাণ্ডে হিসেবে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।