অভিনেতা বিরাজ ঘেলানি অ্যাটলি কুমারের ‘জওয়ান’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। সম্⛦প্রতি এক পডকাস্টে এই ছবিতে কাজ করা ন🦹িয়ে হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছিলেন যে, এটি একমাত্র সিনেমা সেটে সেখানে তাঁর সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। আর সেই নিয়েই দানা বেঁধেছিল বিতর্ক। এবার এক নতুন সাক্ষাৎকারে সে বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। তিনি তাঁর মন্তব্যটি পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। বিরাজ জানিয়েছেন যে তাঁর আগের মন্তব্যগুলি জন্য সঠিক শব্দ চয়ন করা উচিত ছিল। সেটা না করার জন্যই এই বিতর্ক।
তিনি উল্লেখ করেছেন যে প♉্রায় ১৩-১৪ দিন ধরে শুটিং করা সত্ত্বেও ছবিতে তাঁর কাজ খুব বেশি রাখা হয়নি, সিংহভাগই কেটে দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রথম দিনের শ্যুট করা দৃশ্যগুলি রাখা হয়েছে। কিন্তু তি💦নি জানতেন না যে তাঁর চরিত্রটি এত কম সময়ের জন্য রাখা হবে।
আরও পড়ুন: ‘ভাগ্য বদলায় পরিমল♋ শাস্ত্রী…’,১৬ বছর পর দেবশ্রীর সাথে জুটি,ঝলকেই বাজিমাত মিঠুনের
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি জানতামই না যে আমার চরিত্রটা এত কম সময়ের জন্য সিনেমায় রাখা হবে। আমি না জেনেই আমার বাগদত্তার সঙ্গে সিনেমাটা ಌদেখতে গিয়েছিলাম, আর ছবিতে এই অবস্থা দেখে সত্যি কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। এই ছবিতে শ্যুটিং করা এবং কাজ করা আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল না।’
তিনি জানিয়েছেন যে, প্রিমিয়ারে তাঁর শুধুমাত্র একটি দৃশ্য দেখে খুব খারাপ লেগেছিল। ব𝄹িশেষ করে তিনি তাঁর বন্ধুদের বলেছিলেন যে, তিনি শাহরুখ খানের একটি ছবিতไে কাজ করেছেন, সেখানে মাত্র সামান্য সময়ের জন্য নিজেকে পর্দায় দেখে খুবই হতাশ হয়েছিলেন তিনি। তিনি জানিয়েছেন যে, তিনি সম্পাদনা করা কাকে বলে তা বোঝেন, অনেক সময় তাঁর নিজের ভিডিয়োতেও অতিরিক্ত ফুটেজ অপ্রয়োজনীয় মনে হলে তিনি বাদ দিয়ে দেন।
আরও পড়ুন: কৌশানীকে কেন ‘টোন ডাউন’ কর🐷তে বললেন বনি? প্রেমিককে নিয়ে যা বললেন নায়িকা
সেটে অভদ্রভাবে কথা বলা সম্পর্কে তাঁর মন্তব্যগুলিকে নিয়ে বিরাজকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন যে, এটি অ্যাটলি বা মূল কাস্টের কেউ করেনি বরং কিছু কম গুরুত্বপূর্ণ লোকজন তাঁর সঙ্গে এই আচরণ করেছিলেন। তিনি অ্যাটলির প্রশংসা করে ত𒆙াঁকে ‘সবচেয়ে মিষ্টি’ও বলেছে൲ন। জানিয়েছে, পরিচালক তাঁকে ইনস্টাগ্রামে ফলোও করেন।
অ্যাটলি প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাটলি আমাকে বেবি জনে একটি চরিত্রে অভিনয়ের জন্য ডেকেছিলেন, কিন্তু তখন আমার অন্য একটা কাজ ছিল তাই যোগ দিতে পারিনি। আমি শাহরুখ স্যারে꧟র সঙ্ꦐগে শ্যুট করিনি, আমাদের সিকোয়েন্সগুলি বিভিন্ন দিনে ছিল। আমার কথার অন্য মানে করে এখন সেটা নিয়ে সকলে চর্চা করছেন সকলে।’
ধর্মা প্রোডাকশনের ‘গোবিন্দ নাম মেরা’- এর ট্রেলারের কমেন্ট সেকশনে তাঁর অনুরাগীদের ‘বোমাবাজি’ করার নির্দেশ দিয়েছিলেন, বিরাজের সেই ভাইরাল কমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে সেটা একেবারেই রসিকতা করে। তিনি জানান যে এটা তিনি মজার ছলে বলেছিলেন, এটাকে এত গুরুত্ব সহকারে নেওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম এবং আমি ভেবেছিলাম ওঁরা আমাকে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ডাকবেন,🐈 কিন🅠্তু ওঁরা তা করেনি। এটা আমার খারাপ লেগেছিল।’