গত ১৫ ফ🍬েব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা বিরাট কোহলি। ছেলের নাম রেখেছেন অকায় কোহলি। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি জারি করে পুত্র সন্তান হওয়ার খবর জানিয়েছেন বিরুষ্কা। পরিবারে নতুন অতিথি আসার খবরে শুভেচ্ছায় ভাসছেন দম্পতি।
লন্ডনে জন্ম হয়েছে কোহলির ছেলের। ক্রিকেট থেকে বিরতি নিয়ে স্ত্রীর সঙ্গে লন্ডনে গিয়েছিলেন কোহলি। ২০ ফেব্রুয়ারি ছেলে অকায়ের জন্মের কথা জানিয়েছেন অনুষ্কা ও কোহলি। তাঁদের ছেলের জন্ম হয়েছে ১৫ ফেব্রুয়ারি। তবে তাঁরা জানিয়েছেন পাঁচদিন পর। কেমন দেখতে হয়েছে বিরুষ্কা পুত্র? এরই মধ্যে একরত্তি অকায়ের একটি AI ছবি শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে বিরুষ্কা পুত্রের ছবি। আরও পড়ুন: ‘মহাবিশ্ব তোমায়…’, শাহিদের ৪৩ বছরের জনꦆ্মদিনে রোম্যান্সে ভরা বিশেষ বার্তা মীরার
AI-এ๊র দ্বারা তৈরি অকায় কোহলির এই ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিরুষ্কা ভক্তরা। চারটি ছবিতে বিভিন্ন রকমের আউটফিটে দেখা মিলেছে। মুখে উজ্জ্বল হাসি। দেখুন সেই ভাইরাল ছবি-
তারকা দম্পতির ছেলে হয়েছে - সেই খবর সামনে আসার পর ২৪ ঘণ্টাও কাটেনি ‘অকায় কোহলি’-র নামে ডোমেন কিনে রাখা হয়েছে। ইন্টানরেট জগতে ডোমেন নথিভুক্ত করে রাখা এবং ওয়েব হোস্টꦡিং কোম্পানি গো ড্যাডির তথ্য অনুযায়ী, বিরাট ও অনুষ্কার ছেলে ‘অকায় কোহলি’-র ছেলের নামে যে ডোমেন (akaaykohli.com) কেনা হয়েছে, সেটার জন্য খরচ হয়েছে ১০ লা✅খ ৪১ হাজার ৬৬৬ টাকা ৬৬ পয়সা। তবে কে সেই ডোমেন কিনে রেখেছেন, তা অবশ্য জানানো হয়নি।
২০ ফেব্রুয়ারি রাতের দিকে শুধুমাত্র ছেলের জন্মের খবর দেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টে তাঁরা বলেন, ‘অত্যন্ত আনন্দ এবং ভালোব✃াসার সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্রসন্তান এবং ভামিকার ছোট ভাই অকায়কে এই দুনিয়ায় স্বাগত জানিয়েছি। এই আনন্দদায়ক𓂃 সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা চাইছি। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা যাতে বজায় রাখা হয়, সেই আর্জি জানাচ্ছি।’
২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম 🌜হয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার। তবে এখনও ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। মিডিয়া লাইমলাইট থেকে সন্তানদের দূরেই রাখতে চান তাঁরা। ছেলের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেছেন।
তারকা দম্পতি তাঁদের একরত্তি ছেলের নাম রেখেছেন অকায়। কিন্তু এই নামের অর্থ কী জানেন? অকায় কথাটির এসেছে হিন্দি শব্দ কায়া থেকে। আর সকলেই জানেন কায়া কথাটির অর্থ দেহ বা শরীর। আর অকায় কথাটির অর্থ ꦿহল যে কায়ার থেকেও বৃহৎ। তবে এই নামটি তথা শব্দটির সঙ্গে তুরস্কের একটি যোগ আছে। সেই দেশে এই শব্দটির অর্থ উদ🐲্ভাসিত চাঁদ।