বলিপাড়ায় সকলেই যখন ব্যস্ত আম্বানিদের বিয়েতে। ঠিক তখনই ইস্কন মন্দিরে কীর্তন শুনতে গেলেন বিরাট-অনুষ্কা। তবে꧒ দেশে নয়, বিদেশে। এই মুহূ্র্তে দুই ছেলেমেয়েকে নিয়ে লন্ডনেই রয়েছেন বিরুষ্কা। তারকা দম্পতির কীর্তন শুনতে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাকে অনুষ্কা লন্ডনের ইস্কন মন্দিরে ঢুকছেন। অনুষ্কার 🦋পরনে সাদা সালোয়ার কামিজ। আর বিরাট কোহলির পরনে কালো-টি-শার্ট। ইস্কন মন্দিরে আয়োজিত কীর্তনের আসরে ঢুকতে দেখা যায় তাঁদের। তারপর পাশাপাশি রাখা চেয়ারে বসলেন বিরাট-অনুষ্কা। যদিও কেউ কেউ আবার বলছে♒ন, ভিডিয়োটি পুরনো, নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
২৯ জুন টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। যদিও বিশꦡ্বকাপ জিতে ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েন বিরাটরা। অবশেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিরাটরা। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিরাটরা। তারপর মুম্বইয়ে হয় বিজয় মিছিল। বিরাট অবশ্য নিজের দাদা, বৌদি ভাইঝিদের সঙ্গেও দেখা করেন। এরপর ফের স্ত্রী ও ছেলেমেয়ের কাছে লন্ডনে ফিরে যান বিরাট।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে কানাঘুষোয় শোনা যাচ্ছে বিরুষ্কা জুটি নাকি ধীরে ধীরে লন্ডনে শিফট করে যাচ🃏্ছেন। আর এবার বিশ্বকাপ জয়ের বিরাটের ফের লন্ডনে ফিরে যাওয়া সেই জল্পনাই উস্কে দিয়েছে।
বেশ কয়েক মাস ধরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সন্তান🌱দের নিয়ে লন্ডনেই রয়েছেন। বিরুষ্কা জুটির দ্বিতীয় সন্তান অর্থাৎ তাঁদের ছেলে অকায়ের জন্মও হয়েছে লন্ডনে। সেখান থেকে তাঁদের একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এমনকি এই ফেব্রুয়ারিতেও লন্ডনে বিরাট-অনুষ্কাকে তাঁদের মেয়ে ভামিকাকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বিরাট অবশ্য বরাবরই পরিবারকে অনেক বেশি গুরুত্ব দেন। এমনকি ছেলের জন্মের পর ভারত ইংল্য🌸ান্ডের টেস্ট সিরিজেও খেলেননি বিরাট স্ত্রী, সন্তানের কাছে থাকার জন্য।
বিরাট-অনুষ্কাকে এর আগে এমনটাও বলতে🥃 শোনা গিেয়েছে যে তাঁরা তারকা হলেও সেই ফেম বা স্টারডম উপভোগ করেন না। আর ৫ জনের মতো স্বাভাবিক জীবন কাটাতে চান। তাঁদের ইউরোপের কোথাও গিয়ে থাকার পরিকল্পনা রয়েছে, যেখানে তাঁদের কেউই চিনবে না।
প্রসঙ্গত, বলে রাখা ভালো, বিরাট এবং অনুষ্কার ইউকে ল🍌িস্টের একটা কোম্পানিও রয়েছে। সেই কোম্পানি ম্যাজিক ল্যাম্পের ডিরেক্টর হলেন বিরাট ও অনুষ্কা। এই কোম্পানির অফিসিয়াল ঠিকানা হল ইউনাইটেড কিংডমের ওয়েস্ট ইয়র্কশায়ার। আর এটাই বিরাট-অনুষ্কার দেশ ছেড়ে লন্ডন কিংব🥃া সংলগ্ন কোনও জায়গায় থাকার জল্পনাও তাই অনেকটাই বাড়িয়ে দেয়।