স্ত্রী অনুষ্কা শর্মার প্রশংসা করে ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ের একদিন পরেই রবিবার বিরাট আনুষ্কাকꦓে সব সময় পাশে থাকার কৃতিত্ব দেন।
‘তুমি ছাড়া এসবের কিছুই সম্ভব হত না প্রিয়তমা। তুমি আমাকে সবসময় নম্র রেখেছ। মাটির কাছাকাছি রেখেছ। সত্যিটা যা, তুমি সবসময় তা সেভাবেই তা আমার সামনে তুলে ধরেছ। তোমার প্রতি তাই 𓃲আমি সবসময় কৃতজ্ঞ। এ জয় যেমন আমার, ঠিক তেমন তোমারও। তোমাকে অনেক ধন্যবাদ। @anushkasharma তোমাকে আমি খুব ভালোবাসি।’, লিখেছে൲ন বিরাট সোশ্যাল মিডিয়াতে।
২০০৭♎ সালের পর ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আনন্দে মেত💃েছে গোটা দেশ। শনিবার গভীর রাতেই টিম ইন্ডিয়া ও বরের জন্য হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করে নেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে।
প্রথমে গোটা দলের জন্য লিখেছিলেন, ‘আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াররদের কেউ আছে কি না, যারা তাঁদের জড়িয়ে ধরবে, কারণ ওঁরা কাঁদছে। হ্যাঁ সোনা… আজ ওদের আদর করেছে দেশের ১.৫ বিলিয়ন ভারতবাসী। কী দুর্ধর্ষ 🎀জয়। চাম্পিয়নস… অনেক শুভেচ্ছা টিম𒐪 ইন্ডিয়া।’
আর তারপর বরের জন্য তাঁ🌟র বার্তা ছিল, ‘এবং… এই মানুষটাকে ভালোবাসি আমি। যাকে ঘর বলতে গর্ব হয় আমার। যাও এবার আমার জন্য এক গ্লাস স্পার্কলং ওয়াটার খাও ও এই জয়কে উপভোগ করো।’
করোনা-লকডাউন, তারপর দুই সন্তানের জন্ম, অভিনয় জীবন থেকে নিজেকে সরিয়েই রেখেছেন অনুষ্কা শর্মা। স্বামী ও সন্তানদের পাশে থাকার জন্য কেরি꧙য়ারের শীর্ষে এরকম সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না হয়তো। তবে সেই আত্মত্যাগ করেছেন তিনি হাসিমুখে। বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে থাকেন অনুষ্কা, বিরাটকে উৎসাহ দিতে। তবে এবারে ফাইনালের দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল♏ হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে।
বেশ কয়েক বছর ডেটিংয়ের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই সেলিব্রিটি দম্পতি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মেয়ে ভামিকার জন্ম দেন তিনি। এরপর ২০২৪ সালের শুরুতে জন্ম বিরাট-অনুষ্কার ছেলে অকায়ের। কাজের সূত্রে, ২০১৮ সালে অভিনেত্রীর শেষ রিলিজ ছিল জিরো। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের শ্যুট করেন, ছবি♚ পুরোপুরি তৈরি থাকলেও, তার মুক্তি এখনও আটকে।