প্রখ্যাত চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ এবার ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন। আগাথা ক্রিস্টির উপন্যাস দ্য সিট্টাফোর্ড মিস্ট্রির উপর ভিত্তি করে তিনি নত꧂ুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন। এই সিরিজের নাম দেওয়া হয়েছে চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অব সোলাং ভ্যালি। সোনি লিভের এই অরিজিন্যাল সিরিজটির প্রযোজনা করবে বিশাল ভরদ্বাজ পিকচার্স এবং টাস্ক টেল ফিল্মস। দ্বিতীয় সংস্থাটি প্রীতি সাহানির সংস্থা। এই দুটি সংস্থার সঙ্গে অবশ্য আগাথা ক্রিস্টি লিমিটেড যুক্ত থাকছে।
এই সিরিজে ওয়ামিকা গাববি, প্রিয়াংশু পেইনিয়ুলি, নাসিরউদ্দিন শাহ, নীনা গুপ্ত, রত্না পাঠক শাহ, গুলশান গ্রোভার, লারা দত্ত, চন্দন রায় সান্যাল, পাওলি দাম, প্রমুখকে দেখা য๊াবে।
এই ছবির প্রেক্ষাপটে হিমাচল প্রদেশের বরফ ঢাকা পাহাড় দেখা🍸 হবে, সঙ্গে দেখা যা🐟বে চার্লি চোপড়ার সফর এবং সেই গভীর রহস্য সমাধানের গোলাম
বিশাল ভরদ্বাজ এই সিরিজের পরিচালনার সঙ্গে প্রযোজনাও করবে। একই সঙ্গ♏ে তিনি চিত্রনাট্ꦆয লিখবে আঞ্জুম রাজাবলি এবং জ্যোৎস্না হরিহরণের সঙ্গে।
পরিচালক এই সিরিজের বিষয়ে বলেন, 'আমি আগাথা ক্রিস্টির গল্প পড়েই বড় হয়েছি। ওঁর গল্পের প্লট, চরিত্র এবং এই আলাদা জ্যঁর আজও সমস্ত প্রজন্মের পাঠককে মুগ্ধ করে।' এর আগেও তিনি উইলিয়াম শেক্সপিয়রের একাধিক নাটক গল্প থেকে নানা ছবি বানিয়েছেন, যেমন ম্যাকবেথ থেকে মাকবুল, ওথেলো থেকে ওমকারা, হ্যামলেট থেকে হায়দার বানিয়েছেন ꧑বড়পর্দার জন্য।
তিনি আরও জানান, 'জেমস প্♍রিচর্ডের সঙ্গে এই সফরটা অনবদ্য ছিল। উনি আগাথা ক্রিস্টির পপৌত্র। তিনি আমাদের কাজকে একদম নতুন আঙ্গিকে দিয়েছেন। সোনি লিভ এবং প্রীতি সাহানি একদম যোগ্য পার্টনার ছিলেন।'
সৌগত মুখোপা൩ধ্যায়, সোনি লিভের হে📖ড কনটেন্ট জানান, বিশাল ভরদ্বাজ দ্য সিট্টাফোর্ড মিস্ট্রি গল্পের উপর ভিত্তি করে এটি বানিয়েছেন।