সুরকার এবং গায়ক বিশাল দাদলানি, বর্তমানে যিনি ইন্ডিয়ান আইডল ১৫-র বিচার🅺ক, সম্প্রতি শো চলাকালীন এক প্রতিযোগীকে রীতি💛মতো তুলোধনা করলেন মৌলিকতার অভাবের জন্য। অন্য গায়কদের নকল করে, প্রতিযোগীর পারফরমেন্স শুনেই খচে লাল হলেন বিশাল। ক্ষোভ দেখিয়ে বললেন, ‘রেস্তোঁরা মে গাতে রহে জাওগে (এরকম করলে শুধু রেস্তোরাঁতে গাইতে হবে)।’
‘তুম কেয়া মিলে’ ও ‘পহেলি নজর মে’ গাইতে শোনা গেল ২৩ বছর বয়সী প্রতিযোগী লক্ষ্যকে। কিন্তু অন্যান্য জনপ্রিয় গায়কদের নকল করার জন্য তি🦋ন𓆏ি সমালোচিত হন। বিশাল এরপর সেই প্রতিযোগীকে পরামর্শ দেন, সংগীত জগতে প্রবেশের আগে যেন নিজস্ব শৈলীর অনুসন্ধান করে নেন।
আরও পড়ুন: কুকুর নিয়ে প্রাতঃভ্রমণে জনপ্রিয় গি𓂃টারিস্ট, এলোপাথাড়ি গুলিতে𓃲 ভর্তি হাসপাতালে
বিশাল মাঝপথেই লক্ষ্যের অ♐ডিশন থামিয়ে দিয়ে বলেন, ‘আপনি কখনো অরিজিৎ-এর স্টাইলে গাইছেন, কখনো আবার আতিফ ইসলামের মতো করে। আপনি ভালো গাইছেন। কিন্তু নিজস্ব কোনো শৈলী নেই। এটা ইন্ডিয়ান আইডল, এখান থেকে আইডল-রা বেরোয়। এখানে আপনি কাওকে নকল করে এগোতে পারবেন না।’
আরও পড়ুন: ব্ল্যাক হাঙ্ক লুক নিয়ে হাজির রণ൩বীর,🌳 নেটিজেনদের চক্ষু চড়কগাছ! কোন ছবির লুক?
তিনি আরও বলেন, ‘আপনি জনসমক্ষে পারফর্ম করেন, তাই না? প্রায়শই শোতে, যখন আপনি অন্যান্য শিল্পীদের অনুকরণ করেন, আপনি শ্রোতাদের কাছ থে💮কে প্রশংসা অর্জন করেন কারণ তারা গানগুলি যেমন জানে, তেমনই শুনতে চায়। কিন্তু যতক্ষণ না আপনি নিজের পরিচয় তৈরি করছেন, ততক্ষণ আপনি কখনোই তারকা হতে পারবেন না। অ🔜ন্য কারও স্টাইলে গান গেয়ে আপনি ইন্ডিয়ান আইডল হতে পারবেন না।’
আরও পড়ুন: ২০২৪ সালে ভারতের 'সবচেয়ে সুন꧃্দর নিরামিষাশী তারকা'র তকমা পেল😼েন জ্যাকলিন ও রীতেশ
বিশাল আরও জানান যে, তিনি অমৃতসরের ছেলেটির গা♋য়িকি☂ পছন্দ করেছেন ঠিকই, তবে অন্যান্য গায়কদের নকল করার প্রবণতা তাঁর একেবারেই ভালো লাগেনি।
‘আমার সত্যিই আপনার কণ্ঠস্বর ভালো লেগেছে। কিন্তু এভাবে অনুকরণ করা, একেবারেই ভালো লাগেনি। আপনি তাঁদের কাছ থেকে শিখবেন ঠিকই, কারণ𝔍 এরা বড় শিল্পী। কিন্তু আপনি যখন তাঁদের নকল করা শুরু করবেন, তখন কেবল হোটেল ও রেস্তোরাঁগুলিতে গান গাওয়ারই ডাক পাবেন।’
ইন্ডিয়ান আইডল ১৫
ইন্ডিয𝄹়ান আইডল শুরু হতে চলেছে সোনি টিভিতে, ১৫ তম মরসুম নিয়ে ফিরে আসছে গানের এই রিয়েলিটি শো। এবার বিচারক প্যানেলে রয়েছেন বাদশা, শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি। গায়ক আদিত্য নারায়ণ আবারও সঞ্চালকের ভূমিকায়, যা শোয়ের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে।