২৫ জানুয়ারি মুক্তি পেল পাঠান। আপাতত গোটা দেশ পাঠান জ্বরে থরহরি কম্প একেবারে! শাহরুখ ভক্ত হন বা না হন পাঠ🙈ানের ক্রেজ আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। সে হলে ছবি দেখতে গিয়ে স্ট্যাটাস দেওয়া হোক বা রিভিউ কিংবা সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে আলোচনা- আপনার নজর কাড়বেই। সাধারণ মানুষ তো বটেই বাদ যাচ্ছেন না সেলেবরাও। করণ জোহর, কমল হাসান, সুজয় ঘোষের পর এবার পাঠান নিয়ে মনের কথা লিখলেন বিশাল দাদলানি।
বিশাল দাদলানি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি নিয়ে সরব হলেন। জানালেন শিল্পকে রাজনীত⛄ি থেকে দূরে রাখাই ভালো। একই সঙ্গে যাঁরা এই ছবির বিরোধিতা করছেন তাঁদেরও একহাত নেন তিনি।
এই সঙ্গীত পরিচালক তাঁর টুইটার হ্যান্ডেলে পাঠান নিয়ে একটি লেখা লেখেন ২৫ জানুয়ারি রাতে। সেই পোস্টে তিনি লেখেন, 'সত্যিকারের ভারতীয় ছবিগুলো সমস্ত নাগরিকদের একসঙ্গে এক ছাদের তলায় নিয়ে আসে। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। এখন এই ছবি দেখে বোঝা যাচ্ছে যাঁরা যাঁরা এই ছবি নিয়ে যা যা বলেছেন এতদি𝔍ন ছবি মুক্তির▨ আগে সেগুলো সব মাফ করে দেওয়া হল। চলে আসুন। এই ছবি সবার। আপনি বিরোধিতা করে থাকলেও এই ছবি আপনার জন্যও। আসুন একসঙ্গে উদযাপন করা যাক।'
এই পোস্টে বিশাল আরও লেখেন, 'শিল༒্পকে রাজনীতির থেকে সবসময় দূরে রাখুন, উপরে রাখুন। শিল্পের স্থান রাজনীতির থেকে অꦏনেক উপরে। হয় হিন্দ।' তিনি এই পোস্টে হ্যাশট্যাগ পাঠান লিখতে ভোলেন না।
পাঠানের প্রশংসা করেছেন খোদ করণ জোহরও। তিনি সিদ্ধার্থ আনন্দ সহ আদিত্য চোপড়া, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এব🔜ং অবশ্যই শাহরুখ খানের প্রশংসা করেছেন। তিনি শাহরুখের উদ্দেশে লেখেন, 'কিং কোথাও যায়নি, সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিল রাজত্ব ফিরে পাওয়ার জন্য।'
কামাল হাসান এই ছব𝄹ির প্রশংসা করেন। তিনি টুইটারে শুভেচ্ছা বার্তা লেখেন পাঠান এবং শাহরুখের উদ্দেশে। পরিচালক সুজয় ঘোষও জানান যে তিনি ছবিটা না দেখলেও বুঝতে পারছেন এই ছবি কীভাবে সব মানুষকে ফের একসঙ্গে নিয়ে এসেছে, ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে।
২৫ তারিখ দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরলেন শাহরু🅠খ খান। তাঁর সঙ্গে এই ছবিতে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা যাচ্ছে। ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস।