꧑ মুম্বইয়ের মন্নত এখন প্রায় সবার কাছে পরিচিত। শুধু পরিচিত বললে ভুল, মায়ানগরী মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান মন্নত। কথায় আছে, মুম্বই গিয়ে শাহরুখের বাড়ির সামনে ছবি না তুললেন মুম্বই দর্শন সম্পূর্ণ হয় না। তবে মন্নতই কিন্তু শাহরুখের একমাত্র রাজকীয় রাজপ্রাসাদ নয়।
🎃বিশ্বের নামীদামী শহরে রয়েছে শাহরুখের বাড়ি। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে লন্ডন, সর্বত্রই বিলাসবহুল ভিলা রয়েছে কিং খানের। সেই রাজত্বের তিনি বেতাজ বাদশা। হলিউডের বেভারলি হিলসে যে বাড়ি রয়েছে বাদশার, সেটি ভাড়ায় দেন নায়ক। বাড়ির ভাড়া রাতপ্রতি প্রায় দু’লাখ টাকা। সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছিল শাহরুখের সেই বাড়ির ঝলক, এবার ব্রিটেনের রাজধানী লন্ডন শাহরুখের যে সুসজ্জিত বাংলো রয়েছে তার ছবি এল প্রকাশ্যে।
🌠লন্ডনের ১১৭ পার্ক লেনে অবস্থিত বাড়িটির ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক শাহরুখ ভক্ত। মন্নতের মতোই শ্বেতশুভ্র এই বাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে!
নিচের ভিডিওটি দেখুনঃ
♏২০০৯ সালে ম্যানচেস্টার ইভিনিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পার্ক লেনের ওই অ্যাপার্টমেন্টের জন্য ২০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন শাহরুখ খান যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকা। কেন শাহরুখ বিশ্বের অন্যতম ধনী অভিনেতা, তার প্রমাণ এই ইমারতগুলো।
✱অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে সে সময় ম্যানচেস্টার ইভিনিং নিউজ জানিয়েছিল, ‘ বাদশা প্রতি বছর পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে যেতে পছন্দ করেন। তিনি সাধারণত সেখানে ভ্রমণের সময় সেরা হোটেলগুলিতে থাকেন, তবে গত কয়েক মাস ধরে তিনি লন্ডনের বিলাসবহুল পার্ক লেন এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিজের জন্য কিনে নেন, যাতে তাকে প্রতিবার হোটেলে থাকতে না হয়’।
♐উল্লেখ্য, শাহরুখের বড় ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খান দুজনেই যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। আরিয়ান তার শৈশবের একটি অংশ এক্সক্লুসিভ সেভেনওকস স্কুলে বোর্ডিং করে কাটিয়েছিলেন, সুহানা আর্ডিংলি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে মার্কিন মুলুকে পড়তে গিয়েছিলেন।
📖লন্ডনের বাড়িটি বলিউডের বাদশাহর মালিকানাধীন অনেকগুলি সম্পত্তির মধ্যে একটি। মুম্বইয়ে আরবসাগরমুখী প্রাসাদ মন্নত ছাড়াও মুম্বাইয়ে জান্নাত নামে একটি প্রাসাদোপম ভিলাও রয়েছে শাহরুখের। আলিবাগে খানের অবকাশ যাপনের বাগানবাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। প্রায়শই বন্ধুবান্ধব এবং পরিবারকে নিয়ে সেখানে সময় কাটান কিং খান। শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের নিজের শহর দিল্লিতে একটি বিলাসবহুল প্রাসাদও রয়েছে।