দারিদ্রের সঙ্গে লড়াই করে লাইমলাইটে উঠে এসেছেন ভারতী সিং। স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে আজ দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন পার্সোনালিটি, হোস্ট তথা প্রযোজকꦦ ভারতী সিং। সাফল্য-চাকচিক্যের মাঝেও নিজের অতীত ভোলেননি ভারতী। ভোলেননি ক๊েরিয়ারের শুরুর দিনগুলোর কথা।
ইউটিউবার ঠগেশের 'দ্য ঠগেশ শো'-তে সম্প্রতি হাজির হয়েছিলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সেখানেই একটি আবেগঘন মুহুর্তের কথা স্মরণ করেন যখন তিনি শাহরুখ খানকে তার বিখ্𝓰যাত শিশু চরিত্র লাল্লির পোশাক পরার জন্য অনুরোধ করেছিলেন এবং সুপারস্টার সহজেই রাজি হয়েছিলেন।
আরও পড়ুন-বিয়ের ৪ মাসেই মা হওয়ায় কটাক্ষ, ৭ দিনের 🦂ছেলের পায়ে চুমু রূপসার, কী বললেন নতুন মা?
লাল্লি রূপী শাহরুখ প্রসঙ্গে ভারতী
সঞ্চালক যখন ভারতী সিংকে স্মরণ করিয়ে দেন যে একবার শাহরুখ খান তাঁর তৈরি জনপ্রিয় শিশু চরিত্র লাল্লির পোশাকে সেজꦬেছিলেন, তখন কমেডিয়ান বলেন, 'আমি প্রচুর কেঁদেছিলাম। আমি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, সদ্য গ্রাম থেকে এসেছি। আমি সন্দেহ করেছিলাম যে শাহরুখ সত্যিই লাল্লির চরিত্রে অভিনয় করবেন কিনা। তাঁর জীবনের জাঁকজমকের মাত্রাটাও জানতাম না—মন্নত তখনও চোখে দেখিনি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, 'স্যার, আপনি কি লাল্লির মতো সাজবেন?' তিনি খুব মিষ্টি ছিলেন এবং বলেছিলেন, ‘হ্যাঁ। আমি যখন তাঁকে পরচুলা পরিয়ে দিলাম, তখন তিনি জিজ্ঞেস করল, ত﷽োমার কাছে ফ্রক নেই?’
ভারতী আরও বলেন, ‘যখন শাহরুখ স্য়ার ওই পোশাক পরেছিলেন, আমি কান্নায় ভেঙে পড়েছিলাম - আমি অমৃতসরের এক দরিদ্র পরিবার থেকে মুম্বাই এসেছিলাম। আমার মতো নগণ্য একজন শিল্পী শাহরুখ খানকে কিছু একটা বলেছিলাম, আমার কথা শুনে ফ্রক-পরচুলা পরেন। আমার চো𝓡খ ছলছল করছিল। আমার জন্য ওটা ছিল অন্যতম সেরা মুহূর্ত, আমার জীবনের সোনালি দিনগুলোর একটি।’
ভারতী শাহরুখের প্রশংসা করে বলেন, তিনি কিং খানের বিশাল ভক্ত। একইসঙ্গ𓆉ে বলেন, শাহরুখ সুপারস্টার হওয়া সত্ত্বেও খুবই সরল মানুষ।
লাল্লি সেজে কী বলেছিলেন শাহরুখ?
কমেডি নাইটস বাঁচাও নামের এক শো-তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন কিং খান। সেখানেই ভারতীর অনুরোধে তাঁর এমন সাজ। লাল ফ্রক আর পরচুলা পরে শাহরুখকে বলতে শোনা গিয়েছে, ‘লোকে এমনিতেই আমাকে মাচো হিরো মনে করে না। এটা দেখার পর যেটুকু ছাপ অবꦑশিষ্ট ছিল, সেটাও চলে যাবে’। এরপরই আবেগপ্রবণ ভারতীকে শাহরুখকে জড়িয়ে ধরেন।
ভারতী সিং সম্পর্কে
দ্য গ্রেট ইন্ডিয়ান ꦦলাফটার চ্যালেঞ্জের মতো স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন ভারতী, এরপর কমেডি সার্কাস, খতরো কে খিলাড়ি এবং দ্য কপিল শর্মা শোয়ের মতো রিয়েলিটি শোতে অংশ নিয়ে ভারতীয় দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন।
বছরের পর বছর ধরে, তিনি ইন্ডিౠয়াস গট ট্যালেন্ট ৮, ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার এবং ডান্স দিওয়ানে সহ বিভিন্ন টিভি প্রোগ্রাম এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হোস্ট করেছেন। তিনি বর্তমানে ൩শেফ হরপাল সিং সোখির সাথে রান্না-ভিত্তিক রিয়েলিটি টেলিভিশন শো ‘লাফটার শেফস - আনলিমিটেড এন্টারটেইনমেন্ট’ হোস্ট করছেন।