শাহরুখ খান মানে শুধুই তুখোড়অভিনেতা, চোখধাঁধানো জনপ্রিয়তা নয়। বলিউডের ' বাদশাহ '-র নামের দিকে ধেয়ে আসে তীক্ষ্ণ শ্লেষ,কঠোর মন্তব্যও।মুম্বইয়ে তিন দশক কাটিয়ে ফেলার পরেও 𓆏তাঁকে শুনতে হয়েছে এই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা।এক সাক্ষাৎকারে স্বয়ং শাহরুখ জানিয়েছিলেন লেখক অশোক বাঙ্কার এক জায়গায় লিখেছিলেন মুম্বই থেকে শাহরুখকে হঠানোর কথা। ওই সাক্ষাৎকারে এই জনপ্রিয় বলি-অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল এ যাবৎ পর্যন্ত সবথেকে খারাপ নিজের সম্পর্কে কী শুনেছেন তিনি। একমুহূর্ত সময় ন🃏া নিয়ে 'কিং খান' এর ঝটিতি উত্তর ছিল, ' অশোক বাঙ্কার একবার লিখেছিলেন শাহরুখকে দ্রুত মুম্বই থেকে বের করে দেওয়া হোক,কারণ বলিউডের তারকারা নাকি একেকজন মূর্তিমান হুমকি মুম্বইয়ে বসবাসকারী সাধারণ মানুষের জীবনে!'
এখানেই না থেমে শাহরুখ বলেন, ' নিজের এই বক্তব্যের পিছনে অশোকের দাবি ছিল, বলিউডের বিভিন্ন তারকার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। ফলে আমাদের মানে তারকাদের প্রাণনাশের হুমকি আসে। চেষ্টাও করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু না হলেও পথচলতি সাধারণ মানুষেরা গুলি খেয়ে মরে। ভোগান্তি হয় বাকিদেরও।' যদি ওশাহরুখের মতে এর থেকেও খারাপ কথা তিনি শুনেছে নতবু লেখকের ওই বক্তব্য তাঁকে কষ্ট দিয়েছিল।খুব খারাপ লেগেছিল তাঁর। এরপ রনিজের বক্তব্যের শেষে শ্লেষ্মাখানো স্বরে মজার ছলে ' বাদশাহ ' বলেন,' অশোক বাঙ্কারের ওই বক্তব্য নিটোল নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া আর কিছুই নয়! কেউ কাউকেআদেꦐশ করতে পারে না কে কোথায় থাকবে,না থাকবে। আর আমাকে তো কেউ হুকুম করতেই পারে না মুম্বই ছেড়ে দেওয়ার! বিশেষ করে 'মান্নত ' যখন এত টাকা খরচ করে কিনেছি থাকব বলে।'
এইমুহূর্তে দীপিকাপাড়ুকোন ও জন অ্যাব্রাহামের সঙ্গে ' পাঠান ' ছবির শ্যুটিং নিয়ে ব্য꧃স্ত রয়েছেন শাহরুখ।রণবীর কাপুর অভিনীত ' ব্রহ্মাস্ত্র ' ছবিতেও অতিথি শিল্পী হিসেবেঅভিনয় করেছেন তিনি।