মুম্বইয়ে আয়োজিত কল্কি ꧃২৮৯৮ এডি-র প্রি-রিলিজ ইভেন্ট। বুধবার সেই অনুষ্ঠানে হাজির প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান এবং রানা দাগ্গুবাতি অমিতাভ বচ্চন নাগ অশ্বিন সহ আরও অনেকেই। ইতিমধ্যেই সামনে এসেছে সেই অনুষ্ঠানের নানান মুহূর্ত। তবে তারই মধ্যে নেটপাড়ার নজর কেড়েছে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অশ্বিনী দত্তের পা ছুঁয়ে অমিতাভের প্রণাম করতে যাওয়া꧅।
অশ্বিনী দত্তের পা ছুঁয়ে প্রণাম অমিতাভের
প্রযোজক অশ্বিনী যখন মঞ্চে ওঠেন, তখন অমিতাভ বলেন, 'দুই কন্যা স্বপ্না ও প্রিয়াঙ্কার সঙ্গে তিনিই বৈজয়ন্তী ফিল্মসের মালিক। অথচ আমি অশ্বিনীর মতে সহজ, নম্র মানুষ দেখꦿিনি। তিনিই সেই ব্যক্তি যিনি সবসময়ই প্রথম গিয়ে সেটে উপস্থিত হতেন। আবার তিনিই অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছে যেতেন। তিনি সমসময় খেয়াল রাখেন, যাতে সকলে সুরক্ষিত থাকেন, কেউ এভাবে এত চিন্তা করেন না। এরপরই অমিতাভ অশ্বিনী দত্তের পা ছুঁয়ে প্রণাম করতে যান। সম্মান ফিরিয়ে দিয়ে পাল্টা তখনই বিগ বি-র পা ছুঁয়ে প্রণাম করেন অশ্বিনী দত্ত। পাপারাৎজির লেন্সবন্দি হওয়া সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
ভাইরাল সেই মুহূর্তের স্ক্রিনশট শেয়ার করেছেন পরিচালক রামগোপাল বর্মা। তিনি লেখএন, 'অমিতাভ বচ্চন যেভাবে অশ্বিনী দত্তকে সম্মান দেখিয়েছেন তেমনটা খুব কম অভিনেতাকেই দেখেছি। কৃতিত্বের উচ্চতর সীমা এখানে। আমার সন্দেহ আছে এন টি রামা রাও থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ নায়কদের কেউ একাজ করছেন কিনা! এমনকি আমি বিগ বিকে🌞ও তার পুরো ক্যারিয়ারে অন্য কোনও প্রযোজকের সঙ্গ✱ে এমনটা করতে দেখিনি। কুর্নিশ দত্ত গারু।
কে এই অশ্বিনী দত্ত?
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত দক্ষিণের অন্যতম 🦋বড় প্রোডাকশন হাউস বৈজয়ন্তী 💯মুভিজের মালিক অশ্বিনী দত্ত। স্বপ্না সিনেমার প্রযোজনায় তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁর তিন মেয়ে স্বপ্না, প্রিয়াঙ্কা, শ্রাবন্তী। তাঁর মেয়ে প্রিয়াঙ্কা পরিচালক নাগ অশ্বিনকে বিয়ে করেন, যিনি কিনা কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ পরিচালনা করেছিলেন।
নিজের কর্মজীবনে অশ্বিনী দত্ত এনটিআর, এএনআর, কৃষ্ণ, শোভন বাবু, কৃষ্ণম রাজু, চিরঞ্জীবী, ভেঙ্কটেশ, বাল🐽াকৃষ্ণ, নাগার্জুনা, মহেশ বাবু, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত ব্লকবাস্টারগুলিকে ছবির প্রযোজক হিসাবে কাজ করেছেন। ২০১১ সালের 'শক্তি' ছবির পর তিনি কিছুটা বিরতি নিয়ে ২০১৭ সালের হিট ছবি 'মহানতি' ছবি দিয়ে প্রযোজনায় ফেরেন অশ্বিনী দত্ত। চিরঞ্জীবী ও শ্রীদেবী অভিনীত ১৯৯০ সালের ছবিটি বৈজয়ন্তী মুভিজ দ্বারা নির্মিত সেরা ছবিগুলির মধ্যে একটি। এটি অশ্বিনীর ব্যক্তিগতভাবে প্রিয় ছবিও বটে।