আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছেন তিনি। নেমেছেন পথেও। সম্প্রতি অংশ নেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আলোচনাতেও। এবার অভিনেত্রী জানালেন তি꧂নিও কি এবার উৎসব বিমুখ? নাকি দুর্গাপুজোর উদযাপনে মাতবেন? কী বললেন দেবলীনা?
আরও পড়ুন: 🍌ফেড🗹ারেশন কাজ কেড়ে নিয়েছে, আত্মহননের চেষ্টা হেয়ার ড্রেসারের! সুদীপ্তা লিখলেন, ‘শেষ দেখে ছাড়ব’
দুর্গাপুজোর কী প্ল্যান দেবলীনা দত্ত?
আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে আজও সরব কলকাতাཧ। প্রতিবাদের সুর মোটেই ম্লান হয়নি এতটু𒁃কুই। আর কদিন পরেই দুর্গাপুজো, কিন্তু না আছে পুজোর কেনাকাটার ব্যস্ততা, না আনন্দ। সকলেরই মুখ যেন ম্লান। এমন অবস্থায় দুর্গাপুজোর প্ল্যানিং নিয়ে টিভি ৯ বাংলার কাছে মুখ খুললেন দেবলীনা দত্ত।
আরও পড়ুন: টলিউডে♚ যৌন হেনস্থা রোখার ব্যবস্থা নেই, ব্যবস্থা নিতে মম🎉তাকে চিঠি সুদীপ্তাদের নয়া ফোরামের
এদিন অভিনেত্রী জানালেন, 'খুঁটিপুজো বা উদ্বোধনে যাওয়ার যত প্রস্ত🐈াব পেয়েছি সবেতেই না করে দিয়েছি। আমাদের পরিবারের সকলে আন্দোলনে সামিল হয়েছি। ফলে এবার দুর্গাপুজোর উদযাপনে মেতে ওঠার মানসিকতা নেই। এবার এখনও শপিং হয়নি। শপিং করব না। তবে বেঙ্গালুরুতে একটা ইভেন্টে যাওয়ার বিষয় আছে, যদিও ওটা অনেক আগে থেকেই ঠিক করা। আর কলকাতাতেও নয়। তাই যাব। এর বাইরে সব কিছুই বাতিল করেছি।' ফলে এখান থেকেই স্পষ্ট দেবলীনা এবার উৎসবে ফিরছেন না।
অভিনেত্রী এদিন কথা প্রসঙ্গে আরও🅷 জানান তাঁর বৃদ্ধা মা যতদিন পেরেছ♌েন আন্দোলনে যোগ দিয়েছেন। অসুস্থতা নিয়েও গিয়েছেন তিনি।
আরজি করের আন্দোলনে দেবলীনা সক্রিꦑয় ভাবে অংশ নিয়েছেন। তাঁকে রাত দখলে যেমন দেখা গিয়েছে, প্রতিবাদ মিছিলেও দেখা গিয়েছে। এমনকি সোশ্যাল মꦯিডিয়াতেও সক্রিয় ভাবে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাকে সেখানকার আলোচনাতেও যোগ দেন। বলেন, 'ডাক্তারদের টুকে দিলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে এটা আমরা মানছি না।'