সাদা-কালোর বোর্ডের খেলায় কিস্তিমাত করবে কে? তা নিয়েই চলে বুদ্ধির খেলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘দাবা’র কথাই বলছিলাম। বুদ্ধির এই খেলা প্রথম শুরু হয়েছিল এই ভারতবর্ষের। আর এটা নিয়েই ফে꧟র একটা অন্যধারার ছবি উপহার দিতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাসের উইনডোজ প্রোডাকশন। নাম ‘দাবাড়ু’। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি গ্র্য়ান্ডমা🔴স্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এটি।
গত বছর, অর্থাৎ ২০২৩-এর জুলাইতে শ্যুটিং হয়েছিল 'দাবাড়ু'র। তবে তারও আগে জুনে ছবির শ্যুটিং শুরুর খবর দিয়ে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছিল, 'উত্তর কলকাতার রক থেকে প্রতিকূলতার বেড়া ডিঙিয়ে এক বাঙালির বিশ্বমঞ্চে উঠে আসার গল্প। সূর্য শেখর গাঙ্গুলীর বর্ণময় জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই উইনডোজ প্রযোজিত, নন্দিতা রায় এব🅰ং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, পথিকৃ꧒ৎ বসুর পরের ছবি-' দাবাড়ু ।বড় পর্দায় আসছে এই শীতে!’
নাহ, গত বছর শীতে এই ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।𒁏 তবে চলতি বছরের গ্রীষ্মে এই ছবি আসছে। তার আগে অর্থাৎ ১০ এপ্রিল, 🐟বুধবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
ছবির গল্পে নায়ক সূর্য, উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে। যাবতীয় প্রতিকূলতা পার করে সূর্য হয়ে ওঠে পেশাদার দাবাড়ু। ছবিতে সূর্যের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে। সূর্যের෴ বাবা-মায়ের চরিত্রে 🧸অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শঙ্কর চক্রবর্তী। সূর্যের কোচের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এছাড়াও ছবিতে রয়েছেন দীপঙ্কর দে, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়।
তবে ছবির ফার্স্টলুক পোস্টে মূলত ৪ চরিত্রকেই দেখা গিয়েছে। সেখানে রয়েছেন ঋতুপর্ণা, ছোট্ট সমদর্শী সরকার (সূর্যর ছোট বয়সের অভিনেতা) দীপ🐷ঙ্কর ও চিরঞ্জিৎ। ছবির পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ‘চৌষট্টি খোপের যুদ্ধক্ষেত্র, কালো সাদা দুই প্রতিপক্ষ, হাতি, ঘোড়া, মন্ত্রী, সব ষড়যন্ত্রী নেবেই দাবাড়ুর পক্ষ!আগামী ১০ই মে আসছে দাবাড়ু আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।’
প্রসঙ্গত, বাংলার ক্রীড়া বিষয়ক ছবির ক্ষেত্রে দাবা নিয়ে এই প্রথম কোনও ছবি তৈরি হল। এবিষয়ে পরিচালক পথি💮কৃৎ বসু আনন্দবাজারকে বলেন, ‘প্রচারের থেকে দূরে থাকা দাবার মতো একটা খেলাকে প্রচারের আলোয় নিয়ে এল উইন্ডোজ প্রোডাকশন। আমার উপর ভরসা রাখার জন্য শিবুদা নন্দিতা দিকে ধন্যবাদ।’ এদিকে 'দাবাড়ু' যে গ্র্য়ান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি তিনি আনন্দবাজারকে বলেন, ‘২০২১-এর ২ জানুয়ারি শিবুদার সঙ্গে সাক্ষাৎ এখনও মনে আছে। কারণ, ঠিক পরদিনই আমার মেয়ের জন্মদিন ছিল। ওঁরা যখন আমার জীবনকে পর্দায় তুলে ধরার আ𝓀গ্রহ দেখাল, সেটা আমার কাছে ভীষণই আবেগঘন একটা মুহূর্ত ছিল। ’
এই ছবির চিত্রনাট্য লিখেছেন, অরিত্র গঙ্গোপাধ্যায় ও অর্পণ গুপ্ত। প্রসঙ্গত আগামী ১০ মে মুক্তি পাবে দাবা নিꦯয়ে তৈরি প্রথম বাংলা ছবি 'দাবাড়ু' ।