শনিবার মুম্বই পুলিশের হাত𝐆ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চুক্তিপত্র তুলে দিল প🌠্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস।
যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সুশান্ত। তাঁদের সঙ্গে দুটি ছবিতে কাজও করেন তারকা-প্রয়♍াত অভিনেতার কেরিয়ারের দ্বিতীয় ছবি শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩) এবং ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী (২০১৫)। এছাড়াও সুশান্তের সঙ্গে 'পানি' প্রজেক্টটিও করবার কথা ছিল যশরাজ ফিল্মসের। তবে ২০১৫🐷-র শেষের দিকে আচমকাই পরিচালক শেখর কাপুরের এই প্রজেক্ট থেকে সরে আসে যশরাজ ফিল্মস। এরপরেই যশ রাজের সঙ্গে সুশান্তের সম্পর্কে চিড় ধরে। এক কথায় ছিন্ন হয়ে যায় সম্পর্ক।
রবিবার,১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যাই করেছেন অভিনেতা। যদিও তাঁর বাড়ি থেকে মেলেনি কোনও সুইসাইড নোট। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ আগেই জানিয়💙েছেন সুশান্তের আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে পেশাগত বিদ্বেষের দিকটি জোর দিয়ে খতিয়ে দেখবে মুম্বই ൲পুলিশ।
ডেপুটি কমিশানার অভিষেক ত🅺্রিমুখ জানান, আজ তদন্তকারী অফিসাররা যশ রাজ ফিল্মসের তরফে সুশান্তের চুক্তিপত্রের কপি পেয়েছেন।তা খতিয়ে দেখবে পুলিশ'। এই মামলায় শনিবার পর্যন্ত ১৫ জনের বয়ান রেকর্ড করেছে প𓆏ুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রায় দশ ঘন্টা ধরে চলা ম্যারাথন জেরায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী তদন্তকারীদের জানিয়েছেন সুশাཧন্ত যশ রাজের সঙ্গে নিজের চুক্তি বাতিল করে দিয়েছিল এবং তাঁকেও নাকি ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে বারণ করেছিল।
ডিসেমꦕ্বর ২০১৫-তে ডিএনএ'তে প্রকাশিত খবর অনুযায়ী, শেখর কাপুর ও সুশান্তের ড্রিম প্রজেক্ট পানি বন্ধ হওয়ার পর আদিত্য চোপড়ার বেফিকরে ছবিতে অভিনয়ের কথা ছিল সুশান্তের। কিন্তু সেই ছবিও কিছু না জানিয়েই চলে যায় রণবীর সিংয়ের ঝুলিতে। এরপর আদিত্য চোপড়ার সঙ্গে সুশান্তের মনোমালিন্য হয় এবং বাতিল হয় তাঁর চুক্তিপত্র। সেই সময় যশরাজ ফিল্মসের তরফে মিডিয়াকে আনু্ষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়,' এখন সুশান্ত আমাদের ট্যালেন্ট টিমের অংশ নয়। ওর ভবিষ্যতের জন্য আমাদের তরফ থেকে রইল শুভকামনা'। দুদিন আগে সেই চুক্তিপত্রটিই চেয়ে পাঠিয়েছিল মুম্বই পুলিশ।