নিকাব ও হিজাব দুটোই পরে রয়েছেন, আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নিকাব সরিয়ে খাবার খাচ্ছেন এক মহিলা। এমনই একটি ছবি টুইটারে উঠে আসায়ꦇ তা নিয়ে শুরু হয় আলোচনা। এক টুইটার ব্যবহারকারী নিকাব পরে মহিলার খাবার খ🎃াওয়ার ছবিটি শেয়ার করে ক্যাপশানে লেখেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’
নেটনাগরিকের সেই টুইটটি শেয়ার করেন প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম। তিনি টুইটারে পাল্টা লেখেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠান🎐ে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম𒊎্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
আরও পড়ুন-কেলেঙ্কারি কাণ্ড…, ভিকির 'ভুল๊ে' খুলℱে যেতে বসেছিল রাখির পোশাক!
আরও পড়ুন-পরকীয়ার জের! মিথিলার সঙ্গে বিয়ে কি সত্যিই ভা�💙�ঙছে? মুখ খুললেন সৃজিত
বহু টুইটার ব্যবহারকারী, যাঁরা কিনা জাইরাকে অনুসরণ করেন তাঁরা প্রাক্তন অভিনেত্রীর মতামতকে সমর্থন করেছেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমরা এটি আপনার জন্য করি না। এর মোকাবিলা করো। তবে যেটা বলেছেন সেটা ঠিক জাইরা ওয়াসিম। আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে আমাদের পছন্দ।’ অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাঁদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষম🌄তা এবং মর্যাদা দিন। আমিন।’ যদিও যা🐻ঁরা মন্তব্য করেছেন, তাদের প্রায় সবাই ইসলাম ধর্মাবলম্বী।
এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা ওয়াসিম। প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে 🐲জুন গোটা দুনিয়াকে অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ছবির মুখ জাইরা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় কম শোরগোল পড়েনি। যদিও তখন থেকে আজও নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যে।