সময় যত্ত এগোচ্ছে ততই কঠিন হচ্ছে সারেগামাপা-র লড়াই। ক্যামেরার পিছনে যতই বন্ধুত্ব থাক, মঞ্চে প্রতিযোগিরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ। চলতি সপ্তাহে এলিমিনেশনের খাড়া ঝুলছে ইমন-রাঘবের টিমের যুগলের উপর, এই বার সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানাবে সারেগামাপা-টিম। আর কী কী চমক থাকবে তার ঝলক এল সামনে। আরও পড়ুন-চলছে স্যালাইন! হাসপাতালে ভর্তি অন্বেষা,💎 কী হয়েছে তাঁর? আনন্দীতে কবে ফিরবেন?
জোজো-জাভেদের টিমের আরাত্রিকা সিনহা চলতি সিজনে রীতিমতো সেনসেশন। বাঁকুড়ার ভাদুলের এই মেয়ে নবম শ্রেণির ছাত্রী। তাঁর কন্ঠে গণসংগীত শুনে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে দর্শক। শুধু গণসংগীত নয়, কিশোরী আরাত্রিকার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেও চোখ ছলছল করে উঠেছে বিচারকরদের। গত সপ্তাহে ‘রাজি’ ছবির ‘ইয়ে বতন’ গেয়ে সাড়া ফেলেছিল সে। যদিও তাঁর উর্দু উচ🔴্চারণ নিয়ে খুঁত ধরেন শান্তনু মৈত্র। সেইসব বিতর্ক পেরিয়ে এই সপ্তাহে সলিল চৌধুরী কালজয়ী কম্পোজিশন ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ গেয়ে শোনাবে আরাত্রিকা।
এবার কি শান্তনু স্য়ারের অভিযোগ মিটবে আরাত্রিকাকে 💯নিয়ে? তা জানা যাবে শনি ও ররিবারে। তবে এদিন শান্তনু মৈত্রকে বলতে শোনা গেল, সল☂িল চৌধুরী তাঁর জীবনের গুরু দ্রোণ। তিনি একলব্যর মতো সলিল চৌধুরীর গান শুনেই শিখেছেন সঙ্গীত। ওদিকে দার্জিলিং-এর ভূমিপুত্র আরিয়ান সলিল চৌধুরী স্পেশ্যাল পর্বে গাইবে আনন্দ ছবির জনপ্রিয় গান, জিন্দেগি ক্যায়সি ইয়ে পহেলি হায়।
ওদিকে ধূপগুﷺড়ির মেয়ে তিথি এই সপ্তাহে বড় চমক নিয়ে হাজির। তাঁর গানে মুগ্ধ সকলে। সঞ্চালক আবির তো নতুন নামকরণও করে ফেলেছে তিথির। একতারা হাতে লোকগান গাইতে অভ্যস্ত তিথিকে এই সপ্তাহে গাইতে শোনা যাবে এই মায়াবী তিথি। যা শুনে শান্তনু মৈত্র বলেই ফেললেন, ‘এই মেয়েটা লোকগীতি গাইত না?’ গোল্ডেন গিটার জেতা তিথির উদ্দেশ꧟্যে কৌশিকির বার্তা, ‘একতারা হাতে লোকগীতি গাইতে গাইতে ওহ কীভাবে মায়াবী তিথিতে এল আমি জানি না’।
আরও পড়ুন-‘গꦿাইতে হয় গাইছি, গানে মনটাই নেই…', যুগলকে ধমক ইন্দ্রদীপের, অখুশি ইমন-শান্তনুরা!