বরাবরই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে। আর হবে নাই বা কেন, পছন্দের সিরিয়ালের পছন্দের চরিত্রগুলোর হাতে পুরস্কার উঠতে দেখতে কার না ভালো লাগে। সঙ্গে এদিন সকলের ভোল যেন একেবারে বদলে যায়। ধারাবাহিকের লুক ছেড়ে অভিনেতারা একেবারে গ্ল্যাম লুকে ধরা দেন। ৯ ফেব্রুয়ারি রাতে বসেছিল জি বাংলা সোনার সংস🌌ার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেনট। সাজুগুজু করে হাজির হয়েছিলেন জি পরিবারের সমস্ত সদস্যরা। কবে টিভিতে আসবে এই অনুষ্ঠান?
খবর বলছে, ২৬ মার্চ রবিবার সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে জি বাংলা সোনার ,সংসার অ্যাওয়ার্ড। এবারের অনুষ্ঠানের আরেকটা বড় ইউেসপি নিসন্দেহে সঞ্চালকের আসনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর অঙ্কুশ হাজরার উপস্থিতি। এমনিতে তো অঙ্কুশের কোনও তুলনাই হয় না উপস্থাপক হিসেবে। আরও পড়ুন: জি বাংলা সোনার সংসারে𓆉 ‘সেরা জুটি’ জগদ্ধাত্রী-স্বয়🧸ম্ভু! চটে লাল সিড-মিঠাই ভক্তরা
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জি-এর তারকাদের লুক। মিঠাই নায়িকা সৌমিতৃষার দেখা মিলেছে সরু স্ট্র্যাপের ব্লাউজে ন্যুড রঙা শাড়িতে। স্বস্তিকা দত্ত পরেছিলেন একটি সাদা রঙের শাড়ি যার ব্লাউজে সিকুইন্সের কাজ, ‘নিম ফুলের মধু’র পল্লবীকে দেখা যাবে সবুজ শিফনে। ‘পিলু’ নায়িকা মেঘার শাড়িতে লাল আর বেইজ রঙের ছোঁয়া। ‘সোহাগ জল’-এর শ্বেতা বেছে নিয়েছিলেন বেগুনি রঙের শাড়ি, যাতে করা সিকোয়েন্সের কাজ। একসঙ্গে ক্যামেরায় ধরা দেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর দুই অনস্ক্রিন শত্রু উর্মি আর রিনি অর্থাৎ অন্বেষা আর মিশমি। আরও পড়ুন: দাবাং করার সময় সলমনকে 🍨‘হিংসে করে’ꦡ স্ক্রিপ্ট বদলেছিলেন সোনু? জবাব মিলল এতদিনে
খবর রয়েছে, চলতি বছরে সবচেয়ে বেশি পুরস্কার গিয়েছে জগদ্ধাত্রী টিমের কাছে। মোট পেয়েছে ৯টি পুরস্কার। আর মিঠাই টিমের হাতে এসেছে ৫টি। তুন শুরু হওয়া ধারাবাহিকদের মধ্যে নিম ফুলের মধু পেয়েছে ৪টি পুরস্কার। সেরা নায়ক-নায়িকা হয়েছে সিদ্ধার্থ আর মিঠাই। সেরা জুটি 🦹জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। পুরোটা জানতে আরেকটু ধৈর্য্য তো ধরতেই হবে!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )