বাংলা গানের দুনিয়ায় পরিচিত মুখ শুভশ্রী দেবনাথ। সারেগামাপা পরিবারের অংশ তিনি। ২০১৬-১৭ সালে জি বাংলা সারেগামাপা-য় রানার্স আপ💙 হয়েছিলেন দুর্গাপুরের এই কন্যে। এরপর বহুবার জি বাংলার মঞ্চে দর্শক দেখেছে তাঁকে। কখনও দিদি নম্বর ১, কখনও আবার সাꦜরেগামাপা-তে। হালে সারেগামাপা লেজেন্ডসেরও অংশ ছিলেন তিনি।
এবার জাতীয় মঞ্চে পা দিয়েছেন শুভশ্রী। চলতি সিজনে জি টিভি সারেগামাপা-র অংশ তিনি। শুরু থেকেই তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ সচিন-জ🍒িগর, সাচেত-পরম্পরা, গুরু রন্ধাওয়ারা। শুভশ্রীর গানের পাশাপাশি চর্চায় তাঁর লাভ লাইফও। প্রেম নিয়ে শুরু থেকেই খুলমখুল্লা শুভশ্রী,জানিয়েছেন মনের মানুষের সঙ্গে শীঘ্রই গাঁটছডဣ়া বাঁধবেন তিনি। এবার শুভশ্রীকে সারপ্রাইজ দিতে তাঁর মনের মানুষই হাজির সারেগামাপা-র মঞ্চে।
চলতি সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে ‘সাজান…🍌 ও মেরে সাজান’-এর মতো রোম্যান্টিক গান পরিবেশন করবেন শুভশ্রী। পারফরম্যান্স শেষে পরম্পরার প্রশ্ন, ‘আজকের পারফরম্যান্সটা কার জন্য ছিল?’ সলজ্জ হাসি নিয়ে শুভশ্রী জবাব দেন, ‘সবার জন্য.. আপনাদের জন্য, শুভজিৎ-এর জনཧ্যও’। এরপরই ব্যান্ড বাজা আর বারাত নিয়ে মঞ্চে হাজির শুভশ্রীর হবু বর শুভজিৎ মুখোপাধ্যায় এবং তাঁর হবু শ্বশুর-শাশুড়ি এবং পরিবার।
ভরা মঞ্চেই ফিল্মি🎃 কায়দায় হাঁটু মুড়ে বসেಌ শুভজিৎ প্রোপোজ করলেন শুভশ্রীকে। আংটি হাতে হবু বউকে বিয়ের প্রস্তাব দিলেন। বেশি সময় নষ্ট না করেই শুভশ্রী জবাব দেন, ‘হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব’। শুভজিৎ আংটি পরাতেই কুমার শানু গান ধরলেন, ‘ধীরে ধীরে সে মেরি জিন্দেগিমে আনা…’।
শুভশ্রীর মুখে এতদিন শুভজিৎ-এর নাম শুনেছে সকলে। তাঁকে চাক্ষুস দেখে খুশি সবাই। হবু দম্পতিকে আর্শীবাদে ভরালেন সারেগামাপা-র বিচারকরা। অন্যদিকে ফ্যান🍸েরাও হবু জামাইবাবুকে দেখে আহ্লাদে আটখানা। কেউ লিখছেন, ‘তোমাদের দারুণ মানিয়েছে’। কেউ বললেন,'খুব সুন্দর জুটি'।