সুরেলা সফরের প্রায় শেষভাগে পৌঁছে গিয়েছে জি টিভির সারেগামাপা। আগামী রবিবার ২৬ নভেম্বর সম্প্রচারিত হতে চলেছে এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে। আর সেখানেই যেন বাংলার জয়💦জয়কার। সেটা পাঁচের মধ্যে চারজনই বাংলার। আর তাঁদের এই গানের মহালড়াইয়ের সাক্ষী থাকতে গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হয়ে আসছেন গোবিন্দা।
সারেগামাপার ফাইনালিস্ট
এবার সারেগামাপার ফাইনালে পাঁচজন আছেন। এর মধ্যে চারজন মেয়ে এবং একজন পুরুষ। আবার এই পাঁচজনের মধ্যে চারজন বাংলার। এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালের টপ ৫ হলেন অ্যালবার্ট কাবো লেপচা, রণি𒐪তা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের, নিষ্ঠা শর্মা এবং স্নেহা ভট্টাচার্য।
আরও পড়ুন: বাবা ঋষি কাপুরের ঘনিষ্ঠ ছিলেন𒁏 না রণবীর! অ্যানিমালের প্রচার করতে গিয়ে তাজা হল পুরন𝔉ো ক্ষত
আরও পড়ুন: টাইগার জিন্দা হ্যায়র আয় টপকাত꧙েই হিমশিম খাচ্ছে টাইগার ৩!𓂃 ১২ দিনে কত আয় করল সলমনের ছবি?
গ্র্যান্ড ফিনালের মঞ্চে কাবোর গানে মুগ্ধ সবাই
সদ্যই জি টিভির তরফে সারেগামাপার গ্র্যান্ড ফিনালের প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অ্যালবার্ট কাবো লেপচা একাধিক ডান্স নম্বর গাইছেন। প্রথমে তিনি পুষ্পা ছবির জনপ্রিয় গান শ্রীভল্লি গাইলেন। থুড়ি, কেবল গাননি, নেচেওছেন। সঙ্গে আবার ঝুকে গা নেহি হুক স্টেপও করেন। 𝄹তারপর তাঁকে ও দেবা দেবা নমঃ গানটি পারফর্ম করতে দ🍃েখা যায়।
বাংলার ছেলে কাবোর গানে মুগ্ধ হয়ে যান এদিনের বিশেষ অতিথি গোবিন্দা। তিনি তারিফ করে বলেন, 'অবিস্মরণীয়। ꦉকী গাইলে তুমি!' এখন এটাই দেখার পালা বাংলার স♍ারেগামাপাতে যেখানে কাবোকে রানার্স আপ হয়ে থেমে যেতে হয়েছিল সেখানে তিনি হিন্দির সারেগামাপার শিরোপা জিততে পারেন কিনা।
সারেগামাপার ফাইনাল
আগামী রবিবার ২৬ নভেম্বর সম্প্রচারিত হবে সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। রাত ৯টা থ🌄েকে দেখা যাবে এই শো। এবারের বিচারকের আসনে আছেন নীতি মোহন, অনু মালিক, হিমꦑেশ রেশামিয়া। সঙ্গে অতিথি হয়ে থাকবেন অভিনেতা গোবিন্দা।