পুজো শুরু হতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই পুজোর বাদ্যি বেজে উঠবে। চারদিকে এখন শেষ পর্যায়ের তোড়জোড় চলছে। কোথাও প্যান্ডেলের কাজ হচ্ছে তো, কোথাও প্রতিমা আনা হচ্ছে। কেনাকাটা মো🎃টামুটি সব বাড়িতেই হয়ে গিয়েছে। পার্লারের ডেট বুকিংও ডান। কী বললেন হয়নি? পুজোর আগে ত্বকের জেল্লা ফেরানোর কী হবে? নাকের চারপাশে যে জেদি ব্ল্যাকহেডস জমেছে সেগুলো কীভাবে তাড়াবেন ভাবছ🌺েন? কুছ পরোয়া নেহি ঘরোয়া উপায় আছে তো!
পুজোর আগেই ঘরোয়া উপায়ে নাকের দুই পাশ এবং থুতনি থেকে জেদি ব্ল্যাকহেডস দূর করুন। ত্বকের জেল্লা বাড়িয়ে তুলুন। পান ঝাঁ চকচকে জেল্লাদার ত্বক। কিন্তু ভাবছেন কী করতে হবে? কী করলে ব্ল্যাকহেড♌স থেকে নিষ্কৃতি পাবেন ভাবছেন? আসুন দেꦑখে নেওয়া যাক।
ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া টোটকা।
১. টমেটো: ব্ল্যাকহেডস তাড়ানোর জন্য টমেটো ভীষণ উপকারী। আপনি চাইলে ত্বকের উপর সোজাসুজি টমেটো লাগাতে পারেন। এতে যে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে সেটা ব্ল্যাকহেডস তাড়াতে সাহায্য করে থাকে। এক টুকরো টমেটো কেটে নিন। এরপর সেই টমেটোটাকে গোটা মুখে, মূলত নাকের দুই পাশে, ঠোঁটের উপর এবং নিচে ভালো করে ঘষে ন𒉰িয়ে আধ ঘণ্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেললেই হবে।
২. ডিম: ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডস তাড়াতে খুবই সাহায্য করে থাকে। ডিমের কুসুমের বাদ দিয়ে সাদা অংশটা নিয়ে নাকের দুপাশে লাগিয়ে রাখুন। তার উপর দিয়ে দিন টিস্যু পেপার। যখন এটা পুরো শুকিয়ে যাবে তখন টেনে তুলে ফেলুন। টিস্যুর সঙ্গে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস যা নাকে জমে ছিল সেগুলো সব দূর হয়ে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚযাবে।
৩. স্ক্রাব: ব্ল্যাকহেডস তাড়ানোর জন্য স্ক্রাবিং ভীষণই উপকারী। চিনি দিয়ে স্ক্রাব বানিয়ে নিতে পারেন। এই স্ক্রাব বানানোর জন্য চিনি, লেবুর রস এবং জোজোবা অয়েল মিশিয়ে তৈরি করুন এই স্ক্রাব। এটা ত্বকে 🐭লাগিয়ে ভালো করে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে নিলেই উপকার পাবেন।
৪. ওটস: শুধু চিনির স্ক্রাব নয়, ওটস দিয়েও স্ক্রাব বানাতে পারেন। এই স্ক্রাব বানানোর জন্য লাগবে ওটস এবং টকদই। দুই চামচ ওটস নিন, সঙ্গে নিন এক চামচ টকদই। এবার এটাক💃ে ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। তারপর ভালো করে ঘষে নিয়ে কুড়ি মিনিট সেটা লাগিয়ে রাখুন ত্বকে। তারপর হাল🦋কা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিলেই উপকার পাবেন।
৫. দারুচিনি: এই প্যাক বানানোর জন্য আপনার লাগবে তিন চামচ মধু, এক চামচ দারুচিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগ♚ান। তারপর আধ ঘণ্টা রেখে দিন। শুকিয়ে এলে 𝔉ঠাণ্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেললেই কেল্লাফতে।