Skin Care Tips: এই ৮ অভ্যাস আপনার ত্বককে করবে ভিতর থেকে উজ্জ্বল, নিয়মগুলি মেনে চলুন আজ থেকেই Updated: 07 Nov 2024, 08:30 AM IST Swati Das Banerjee Share Skin Care Tips: দামী প্রসাধনী নয়, ত্বক করে তুলুন ভেতর থেকে পরিষ্কার। মেনে চলুন এই ৮ নিয়ম। 1/9শুধু দামি দামি প্রসাধনী ব্যবহার করলেই হবে না, আপনি যদি আপনার ত্বক ভিতর থেকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে এই ৮ নিয়ম। এই অভ্যাস যদি আপনি একবার মানতে শুরু করেন, তাহলে অচিরেই আপনার ত্বক হয়ে উঠবে জেল্লাদার। (pixabay) 2/9প্রচুর পরিমাণে জল যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ত্বক ভেতর থেকে হাইড্রেটেড হবে, ফলে আপনার ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। (pixabay) 3/9সুষম খাদ্য: ত্বক উজ্জ্বল করার জন্য আপনাকে প্রত্যেকদিন খেতে হবে বেরি, বাদাম, অ্যাভোকাডো, শাকসবজি। (pixabay) 4/9সানস্ক্রিন লোশন: আপনি বাড়িতে থাকুন বা বাইরে, শীত হোক বা গ্রীষ্মকাল, আপনি যদি সব সময় সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে ধুলো ময়লা বা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা করতে পারবেন আপনি। (pixabay) 5/9নিয়মিত ব্যায়াম: শুধু ওজন কমাতে নয়, সুন্দর ত্বক পেতেও কিন্তু প্রত্যেকদিন ব্যায়াম করতে পারেন আপনি। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করবেন একটি সুস্থ ত্বক পাওয়ার জন্য। (pixabay) 6/9স্ক্রাবিং: সপ্তাহে অন্তত দুবার স্ক্রাবিং করলে ত্বক থেকে মৃত কোষ দূর হয়ে যায়। (pixabay) 7/9পর্যাপ্ত ঘুম: সারাদিনে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম ভীষণভাবে প্রয়োজন। ভালো ঘুম না হলে শরীর এবং ত্বকের ওপর ভীষণ বাজেভাবে প্রভাব পড়ে। (pixabay) 8/9মশ্চারাইজার: সারাদিন তো বটেই, রাতে ঘুমোতে যাওয়ার সময়ও মশ্চারাইজার ব্যবহার করা ভীষণ প্রয়োজন। (pixabay) 9/9মানসিক চাপ নিয়ন্ত্রণ: আপনার মন যদি ভালো না থাকে তাহলে সেটির সরাসরি প্রভাব পড়ে আপনার ত্বকের ওপর। মানসিক সুস্থতার জন্য প্রত্যেকদিন যোগব্যায়াম এবং মেডিটেশন ভীষণ প্রয়োজন। (pixabay) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি