টয়লেটে বর্ষাকালে সাপ, বিছে, আরশোলা সহ অন্যান্য পোকামাকড়ের উৎপাত প্রায়শই দেখা যায়। তবে অন্যান্য পোকামাকড় গুলি ততটা ক্ষতিকারক না হলেও সাপ যদি বিষাক্ত হয়, তাহলে কিন্তু প্রাণনাশের ঝুঁকি থ💛েকে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে গেল থাইল্যান্ডে।
মঙ্গলবার থাইল্যান্ডে বসবাসকারী খানাত টাংটেওয়ানান বাড়ির টয়লেট সিটে বসার পরেই তাঁর সাথে ঘটে গেল সেই ভয়ানক ঘটনা। টয়লেট সিটে বসার সঙ্গে সঙ্গে তিনি তাঁর অন্ডকোষে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তিনি দেখেন, একটি ১২ ফুটের💖 অজগর তাঁর গোপনাঙ্গে কামড় বসিয়েছে।
(আরও পড়ুন: মল দিয়ে স্কিন ক꧑েয়ার করলেন এক মহিলা! 'থেরাপি দরক🌃ার', বললেন নেটিজেন)
সম্প্রতি এই ভয়াবহ অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করে ওই ব্যক্তি বলেন, ‘আমি টয়লেটে বসার পরেই অনুভব করলাম, আমাকে কিছু একটা কামড়েছে। খুব ব্যথা হচ্ছিল। তাই গোপনাঙ্গে হাত দিয়ে দেখতে গেলাম কি হয়েছে। হাত দিতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারি, আমি একটি সাপ🅺ের গায়ে হাত দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ওই সাপটি আমার অন্ডকোষের সঙ্গে নিজেকে শ𝓰ক্তভাবে আটকে রেখেছিল। বারবার চেষ্টা করেও আমি ছাড়াতে পারছিলাম না সাপটিকে। অবশেষে 🍌টয়লেট ব্রাশ দিয়ে সাপটিকে মারতে শুরু করি, তখন শেষ পর্যন্ত সাপটি আমায় ছাড়ে।’
‘আমি যখন উঠে দাঁড়াই তখন বু🔜ঝতে পারি আমার গোপনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে ঝড়ঝড় করে। তবে সৌভাগ্যবশত এটি বিষহীন সাপ ছিল। তবে টয়লেটে কী করে অজগর সাপ এল, সেই বিষয় নিয়ে আমরা ভীষণ চিন্তিত।’
প্রসঙ্গত, টাংটেওয়ানান থাইল্যান্ডꦬের সামুত প্রাকান প্রদেশের বাসিন্দা। তিনি যে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, এবং তাতে রয়েছে একটি বিশাল অজগর সাপ। চারিদিকে রক্তের ছাপও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে।
(আরও পড়ুন: Starbucks' New♓ CEO: প্রাইভেট জেটে ১৬০০ কিমি ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করবেন Starbucks CEO!)
ওই ব্যক্তি সাপটির কবল থেকে নিজেকে ছাড়ানোর পরেই প্রতিবেশীদের ফোন করে ডেকে আনেন এবং হাসপাতালে যান। সৌভাগ্যবশত সাপটি বিষাক্ত না হয় কোনও সমস্যা হয়নি। শুধুমাত্র টিটেনাস দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এটি যে ভীষণ ভয়াবহ একটি অভিজ♕্ঞতা, সেটা নিসন্দেহে স্বীকার করতেই হয়।