হালে রাজস্থান থেকে ফিরছিলেন আইপিএস অফিসার অরুণ বোথরা। জয়পুর বিমানবন্দরে তাঁর সুটকেসটি পাঠানো হয়েছিল স্ক্যানারে। স্ক্যানারে তলায় কিছু একটা দেখতে পেয়ে থমকে গিয়েছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। বিষয়টা সুবඣিধার ঠেকেনি তাঁদের। ফলে এই ♋নামজাদা অফিসারকে তাঁরা বলেন, সুটকেস খুলতে।
বর্তমানে ওড়িশার পরিবহণ কমিশনার অরুণ বোথরা। তাঁকে বহু মানুষই চেনেন। বিমানবন্দরে এই ঘটনা চোখ এড়ায়নি অনেকেরই। কিছু একটা অস্বাভাবিক ঘটছে বুঝে, অনেকেই 👍দাঁড়িয়ে যান সেখানে। কিন্তু তার পরেও আইপিএস অফিসার বলে ছাড় পাননি অরুণ বোথরা। খুলতেই হল সুটকেস।
কী পাওয়া গেল অরুণ বোথরার সুটকেসে?
ছবিই তিনি শেয়ার করেছ📖েন টুইটারে। অরুণের ট♑ুইটার ফলোয়ারের সংখ্যা এক লক্ষ ৩০ হাজার। সেই ফলোয়াররা ছবি দেখে হতবাক। এ কী নিয়ে যাচ্ছেন এই অফিসার!
দেখা গেল সুটকেস ভরে অরুণ নিয়ে যাচ্ছেন কেজি খানেক মটরশুঁটি। কিন্তু রাজস্থান থে♛কে 🎃ওড়িশা মটরশুঁটি নিয়ে যাওয়ার কারণ?
অরুণ জানিয়েছেন, তিনি ১০ কেজি মটরশুঁটি কিনেছেন জয়পুর থেকে। জয়পুর থেকে এত মটরশুঁটি কেনার কারণ একটাই— রীতিমতো কম দামে তা পেয়েছেন। ৪০ টাকা কেজি দরে ♔ওই ১০ কেজি মটরশুঁটি কিনেছেন তিনি।
তবে যাই ঘটে থাকুক না কেন, অরুণের এই পꦉোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।