পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Akshaya Tritiya 2022 Wishes: অক্ষয় তৃতীয়ায় সারা দিন ধরেই পাঠাতে পারেন শুভেচ্ছাবার্তা, প্রিয়জনদের আজ কী বলবেন
মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় এই উৎসব। হিন্দু ধর্ম অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ করলে দীর্ঘ 𓆉দিন ভালো ফল পাওয়া যায়।
এমন দিনে প্রিয়জনদের কেমন বার্তা পাঠাবেন?
- শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটি খুব ভালো কাটুক। দেবীর কৃপায় সব কামনা পূর্ণ হোক।
- শুভ অক্ষয় তৃতীয়া। আজ অতি শুভ সময়। এই সময় থেকে তোমার জীবন আরও সুন্দ হয়ে উঠুক।
- গত দুটো বছর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটল। এবার অক্ষয় তৃতীয়া লগ্নে সে সব সংকট দূর হোক। নতুন করে জীবন শুরু হোক।
- জীবণের যা কিছু ক্ষয়ে গিয়েছে, তা এবার দূরে সরে যাক। এবার জীবন আনন্দময় হয়ে ওঠুক। শুভ অক্ষয় তৃতীয়া।
- আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজ থেকে প্রতিটি দিন হয়ে উঠুক সুন্দর, আনন্দময় এবং পূণ্যের। দেবীর কৃপায় জীবন হোক সুন্দর। অনেকে শুভেচ্ছা।
- অক্ষয় তৃতীয়ার পূণ্যে লগ্নে এই প্রার্থনাই করি, তোমার জীবন থেকে সব বাধা দূরে চলে যাক। তোমার জীবনে যে যে জিনিসের অভাব আছে, তা কমে যাক। জীবন সুন্দর হোক। দেবী তোমার প্রতি মঙ্গলময় হন।
- অক্ষয় তৃতীতায় জীবনে নতুন কিছু আসতে পারে। সেই নতুন কিছু যেন তোমার জীবন ভরিয়ে রাখে। তোমার আনন্দ বহু গুণ বাড়িয়ে দেয়। শুভ অক্ষয় তৃতীয়া।
- আজকের পূণ্য দিনে তোমার এবং তোমার পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। তোমাদের জীবন আনন্দের হয়ে উঠুক, পরিপূর্ণ হয়ে উঠুক। শুভ অক্ষয় তৃতীয়া।