উজ্জ্বল লাল ফ্লোরাল প্রিন্টের ড্রেসে মোহময়ী ছবি শেয়ার করলেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর আলিয়ার সাদা শাড়ি, লাল লিপস্টিকের ইমেজ এখন সকলের 🔴মনে। সেই ইমেজটা হঠাত্ই ব্রেক করে দিলেন আলিয়া। হোলির দিন রঙিন অবতারে চমক দিলেন মহেশ ভাট কন্যা।
এদিন করণ জোহরের পার্টিতে যোগ দেন আলিয়া। অপূর্ব মেহতার বার্থ ডে পার্টি ছিল এদিন। সেখানেই এই ড্রেস পরে যান আলিয়ܫা।
স্ট্রাপলেস বডিকন ড্রেসের সঙ্গে ছি🔥🌄ল ওভারসাইজড জ্যাকেট। একই সিল্ক মেটিরিয়ালের। আর তার ফলেই বেশ একটা লেয়ার্ড লুক এসেছে। আর পুরো লুকটা কমপ্লিট করার জন্য ছিল ক্লাসিক টকটকে লাল রঙের, স্টিলেটোস।
সেলিব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর এই লুক স্টাইল করেছেন। পোলিশ ডꦍিজাইনার লেবেল Magda Butrym-এর ড্রেস এটি। ড্রেস ও জ্যাকেট মিলিয়ে দাম কত জানেন? প্রায় ৩ লক্ষ টাকা।
চলতি বসন্তের সিজনে ফ্লোরাল প্রিন্ট বেশ ইন। ফ্লোরাল প্রিন্ট এখন ড্রেস, ড্যাকেট থেকে শুরু করে শাড়িতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সকলে সেফ খেলতে চান। সেই কারণে প্যাস্টেল শেডের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু আলিয়া তো আলিয়া-ই। একটু বোল্ড, অন্যরকম না হলে চলে? সেই কারণে টকটকে লাল, বোল্ড রঙ পরেছেন। তাঁর লাল রঙে বসন্ত, হোলি মিলেমিশে একাকার।
সম্প্রতি 🐽'বচ্চন পাণ্ডে'র প্♏রমোশনে ব্রাইট, ফ্লোরাল শাড়ি পরেছিলেন কৃতী শ্যানন।
মেকআপ
সাধারণ নিয়ম অনুযায়ী, বো🔜ল্ড, ব্রাইট প্যাটার্ন, রঙ পরলে মেকআপ একটু হালকা রাখতে হয়। কিন্তু একেবারে 'নো মেকআপ' লুক দিলেও তা বেমানান লাগে। এর মাঝামাঝি জায়গায় রাখতে হয় ব্যাপারটা। আর একেবারে সেটাই করেছেন আলিয়া। হালকা রোজি শেডের আই শ্যাডো, স্লিক আইলাইনের পরেছেন। সঙ্গে মিডিয়াম ল্যাশ।
সাধারণত এমন লাল ড্রেসের সঙ্গে অনেকে𓆏 লাল লিপস্টিক পরেন। কিন্তু জানিয়ে রাখি, এমনটা কিন্তু বড়সড় ভুল। লাল, বোল্ড ড্রেসের সঙ্গে ম্যাচিং লাল লিপস্টিক করলে, বেশিরভাগ ক্ষেত্রেই ব▨েশি লাউড লাগে। তাই সেই নিয়ম মেনেই পিঙ্ক-বেসড লিপস্টিক পরেছেন আলিয়া।
পুর🎐ো ব্যাপারটায় গ্ল্যাম ফিলটাও প্রয়োজন। তাই পর্যাপ্ত হাইলাইটার দিয়েছেন।
আ🉐লিয়ার এই লুকটা আপনার কেমন লাগল? আপনিও কি এমন একটা 🤪লুক দিতে চান? জানান কমেন্টে।