খুচরো খিদে কীভাবে মেটাচ্ছেন তার উপরেই অনেকটা নির্ভর করে আপনি ওজন কমাতে সক্ষম হবেন কিনা। অনেকেই ভাবেন না খেয়ে উপোস করে থাকলে বুঝলি দ্রুত রোগা হওয়া যায়। কিন্তু এটা সাময়িক ভাবে কাজ করলেও আপনার খ♐িদে পাওয়ার প্রবণতা বাড়িয়ে দেবে একই সঙ্গে খুচরো খিদে পাওয়ার অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, রোগা হওয়ার যে পন্থাগুলো থাকে তাতে অল্প খিদে পায় ঠিকই কিন্তু এই খিদে পাওয়াগুলোকে আপনি কীভাবে ম্যানেজ করছেন, কী করে সেটার উপশম কর♕ছেন তার উপরেই নির্ভর করে আপনি কত দ্রুত রোগা হবেন, বা আদৌ হবেন কিনা।
দেখে নিন কোন উপায়ে𒈔 আপনি একই সঙ্গে ওজন কমাবেন আবার এই খুচরো খিদের হাত থেকে নিজেকে রক্ষা করবেন।
১. প্রোটিন: এটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি একটি ম্যাক্রোনিউট্রিয়♒েন্ট। প্রোটিন খাওয়ার পরিমাণ বাড়ান, এতে খুচরো খিদে পাওয়ার সমস্যাগুলো দূর হবে। কিন্তু আপনি যদি এমনই হাই প্রোটিন ডায়েট খেয়ে থাকে🐻ন তাহলে সেটা আর বাড়ানোর প্রয়োজনীয়তা নেই। অতিরিক্ত কোনও কিছুই শরীরের জন্য ভালো নয়।
২. ফাইবার: হাইফাইবার যুক্ত খাবার খান। এটা আমাদের খুচরো খিদেগুলোকে কমায় এবং বারবার কিছু না কিছু খাওয়ার অভ্যাসকে দূর করে। ফল, সবজিꦓ এগুলো বেশি পরিমাণে খান এতে যেমন টোটাল ক্যালোরি আছে তেমনি রয়েছে প𝄹্রচুর পরিমাণে ফাইবার।
৩. কার্বোহাইড্রেট: এক বাটি পাস্তা খাওয়ার থেকে ওটস খাওয়া অনেক বেশি ভালো। পূর্ণ এবং আনরিফাইন্ড কার﷽্বোহাইড্রেট খান নিয়মিত এটা ভীষণ জরুরি।
৪. সলিড খাবার খান পানীয🌠় খাবারের বদলে। সলিড খাবার অনেকক্ষণ পেটে থাকে পানীয়র থেকে। যার ফলে যাঁরা সলিড খাবার খ🥃ান তাঁদের পেট অনেকক্ষণ অবধি ভরে থাকে।
৫. মাংস কিংবা ডিমের সাদা অংশ খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খান, এতে 💫যেমন তৃপ্তি পাবেন তেমনই অনেকক্ষণ লেট ভরা থ✃াকবে।