ভ্যালেনটাইনস ডে ১৪ ফেব্রুয়ারি। সাত তারিখ থেকে ১৪ ফেব্রুয়ারি একেক দিন একেকটি ডে পালন করা হয়। তবে ভ্যালেনটাইনস ডে চলে গেলে শুরু হয় অ্যান্টি-ভ্যালেনটাইনস সপ্তাহ। স্ল্যাপ ডে দিয়ে শুরু হয় এই সপ্তাহ। ১৫ ফেব্রুয়ারি পালিত হয় বিশেষ দিনটি। এরপর একে একে কিক ডে, প🌱ারফিউম ডে, ফ্লার্ট ডে, কনফেশন ডে, মিসিং ডে ও ব্রেকআপ ডে। তবে কেন পালন করা হয় স্ল্যাপ ডে? কীভাবেই বা শুরু হল দিনটি পালন করা?
স্ল্যাপ ডে-এর কারণ কী?
প্🐓রাক্তনকে চড় মারার দিন হিসেবে পালিত হয় স্ল൩্যাপ ডে। দীর্ঘদিন ধরে মনে দুঃখ দিয়েছে কেউ। ভালোবাসার কথা বলে ঠকিয়ে গিয়েছে প্রিয় মানুষ। দীর্ঘদিন ধরে মিথ্যে আশ্বাস দিয়েছে সে। তাকে ‘শিক্ষা’ দিতেই এমন দিনের শুরু। নিজের রাগ ও ক্ষোভের কথা তাকে জানাতেই স্ল্যাপ ডে পালন করা হয়।
কবে থেকে শুরু স্ল্যাপ ডে?
স্ল্যাপ ডে ঠিক কীভাবে শুরু সেই ইতিহাস স্পষ্ট করে জানা যায় না। তবে অ্যান্টি-ভ্যালেনটাইনস সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন হল ১৫ ফেব𝔉্রুয়ারি। যারা দীর্ঘদিন খারাপ সম্পর্𒅌কের মধ্যে রয়েছে, তাদের কাছে একটি দিন নিজের অনুভূতি প্রকাশ করতে দেওয়ার রীতি এই দিন। স্ল্যাপ বা চড় মেরে নিজের রাগ বা খারাপ লাগা প্রকাশ করার দিন ১৫ ফেব্রুয়ারি।
স্ল্যাপ ডে-এরও শুভেচ্ছাবার্তা দেওয়া যায়!
স্ল্যাপ ডে তো চড় মারার দিন। এই দিন কি কাউকে শুভেচ্ছা🐠 পাঠানো যায়? নেটিজেনরা বলছেন, পাঠানো যা❀য়!
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে একজন প্রশ্ন রাখেন, অপ্রিয় প্রস্তাব কেউ দিলে তাদের কীভাবে সামলানো যায়? তখনই উঠে আসে স্ল্যাপ ডে-এর প্রসঙ্গ। এক নেটিজেন বলেন ‘স্ল্যাপ ডে এর জন্য একদম ঠিক ডে। অপ্রিয় প্রস্তাব এলেই চড় মেরে প্রত্যাখ্যান করা উচিত।’ আরেকজন বলেন,‘আমার সঙ্গে দীর্ঘদিন আমার প্রেমিক বাজে আচরণ করে চলেছে। স্ল্যাপ ডে-তে তাকে চড় মারব ঠিক করেছি।’ আরেকজন তাঁর প্রেꦅমিকের উদ্দেশে লেখেন,‘হ্যাপি স্ল্যাপ ডে। আশা করি, আমার মন খারাপের কথা তুমিও বুঝবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT A♐pp থেকেও। এবার HT 🌳App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক