রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এবার জানা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, প্রমুখের স্মৃতি বিজড়িত সেই ঠাকুর বাড়ির দালানে নাকি বি꧋য়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে অন্য কারও বিয়ে নয়। খোদ ঠাকুর পরিবারের এক সদস্যর বিয়ের জন্য ঠাকুর দালান ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে।
আরও পড়ুন: আম্বানিদের বিযꦜ়েতে এসে 'গো - মাতা'র স﷽েবা শ্রেয়ার! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
আরও পড়ুন: 'ভালো বা খা🃏রাপ হয়, কিন্তু...' আবারও কি নবনীতার কাছে ফিরবেন কখ🍷নও জিতু? কী জানালেন?
ঠাকুর পরিবারের সদস্য প্রণতি ঠাকুর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শু🐻ভ্রকমল মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে একটি চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সেখানে তিনি আর্জি জানিয়েছেন যে তাঁর ছেলে সুপ্রভ ঠাকুরের বিয়ে উপলক্ষ্যে ঠাকুরবাড়ির ঠাকুর দালানটি ব্যবহার করতে চান। একই সঙ্গে সেদিন ব্রাহ্ম উপাসনা করা হবে বলেও তিনি জানিয়েছেন। গত ১৪ জুন দেওয়া এই চিঠিতে প্রণতি জানিয়েছেন এই অনুমতি পেলে তিনি বাধিত থাকবেন।
আরও পড়ুন: ঘুমন্ত ক্যাটরিনাকে জন্মদিনে জ্বালাচ্ছেন ভি💞কি! বউয়ের জন্মদিনে আদুরে পোস্টে কোন 'গুড নিউজ' দিলেন?
শুভ্রকমল মু💛খোপাধ্যায় জানিয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের বংশধরের বিয়ে উপলক্ষ্যে তিনি একটি চিঠি পেয়েছেন তাও তꦯাঁর সঙ্গে প্রাথমিক কথা হওয়ার পর। ভিসি এই বিষয়ে মৌখিক আপত্তি জানাননি বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: 'কাউকে দোষ🎃 দিচ্ছি না', শোভনের সঙ্গে বি📖য়ে সারা, সোহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং সেটির একটি ক্যাম্পাস জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৈরি হয়। যদিও এখন ক্লাস হয় না এই ক্যাম্পাসে, এখন এটি মিউজিয়াম। একই সঙ্গে ক্লাস ১ হেরিটেজ ভবনও বটে এটি। তাই এখানে বিয়ে বা অন্যান্য কোনও 🧔সামাজিক অনুষ্ঠান করার নিয়ম নেই। এর আগে কখনও বিয়ের জন্য এই ঠাকুর দালান ব্যবহৃত হয়নি বলেই জানা গিয়েছে। সেখানে ঠাকুর পরিবারের সদস্য বলেই এভাবে অনুমতি চাওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।