বাংলা নিউজ > টুকিটাকি > ‘পরমাণু বোমার থেকেও ভয়ানক!’ পাক সেনাদের ‘অত্যাধুনিক মিসাইল’ দেখে আতঙ্ক নেটপাড়ায়
পরবর্তী খবর
‘বাদো বাদি’ গান গেয়ে বিখ্যাত হয়েꦕছিলেন পাক বংশোদ্ভুত গায়ক চাহাত ফতেহ আলি খান। কোটি কোটি লোক শুনেছিল সেই গান। এবার সেই গায়কের গলাতেই শোনা গেল ‘মেরে বতন মেরে চমন’। জন্মভূমি পাকিস্তানকে উদ্দেশ্য করে গাওয়া সেই গান ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। গান শুনে নেটপাড়ার রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। এক নেটিজেন তো ব্যঙ্গ করে ল﷽িখেই ফেললেন, ‘আমরা এবার আত্মসমর্পণ করলাম। আর কিছু করার নেই। এই গান শোনার পর আমরা অনেকেই আধমরা। তাই আত্মসমর্পণ করতেই হল!
আরও পড়ুন - সরকা🔜রি চাকরি মানেই ‘উপরি আয়ের পথ’! মাইক্রোসফটের ছাঁটাই নিয়ে তুমুল ব꧋িতর্ক ভাইরাল
‘আধমরা’ করে দিয়েছে নেটিজেনদের
প্রসঙ্গত, ভারত-পাক উত্তেজনার আবহে বহু ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দেওয়া হয়েছে বহু অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকার ইনস্টা পেজও। ‘বাদো বাদি’খ্যাত চাহাত ফতেহ আলি খানের উপরেও সেই কোপ পড়েছে। কিন্ত🍎ু তার পরেও তার ভিডিয়ো ভাইরাল এক্স ꩵপ্ল্যাটফর্মে। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রায় সাড়ে চার মিনিটের গান গেয়েছেন চাহাত। তার পরিচিত সুরে, পরিচিত ঢঙে। সেই গানই রীতিমতো আধমরা করে দিয়েছে নেটিজেনদের।আরও পড়ুন - একসঙ্গে কর্মরত ১৪ জন নার্স একই সময় গর্ভবত💦ী๊! কীভাবে? কী ‘সাফাই’ দিল হাসপাতাল?