সারা বছরই চুল পড়ে অনেকের। চুল পড়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু তার সঙ্গে যগদি সমান ಞতালে চুল না গজায়, তাহলেই বিপদ। মানে, সেক্ষেত্রে পড়তে থাকে টাক। টাকের সমস্যা এড়াতে অনেকেই নানা ধরনের ওষুধ খান, নানা রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু জানেন কি, একটি অতি ঘরোয়া বস্তু দিয়েই চুল আগের মতো ঘন করে ফেলা যায়? এটি আর কিছুই নয়— পান๊। তবে তার সঙ্গে লাগবে আরও একটি উপাদান।
পান কীভাবে চুলের উপকার করে?
পান শুধু খা𓄧বার হজম করতেই সাহায্য করে না, এর বহু উপাদান আরও নানা ধরনের উপকার করে। এতে রয়েছে বহু ধরনের ভিটামিন এবং খনিজ। এর প্রত্যেকটিই চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চুল পড়া আটকায়, তাছাড়া ঘন তাজা চুল ফিরে পেতেও সাহায্য করে। পানের কয়েকটি উপাদান চুলের বৃদ্ধির হারও বাড়িয়ে দেয়।
এর পাশাপাশি আরও একটি🎃 উপকার করে পান। চুলের গোড়ায় নানা ধরনের জীবাণু এবং ছত্রাকের কারণে🐲 সংক্রমণ হয়। সেই সংক্রমণের ফলে চুল পড়ে যায়। পানের কিছু উপাদান সেই সংক্রমণও আটকাতে পারে। ফলে চুল পড়ার হার কমে।
এবার প্রশ্ন হলও কী করে পান পাতা চুলে ব্যবহ🧸ার করবেন? পাতা কি সরাসরি ব্যবহার করবেন চুলের গোড়ায়? নাকি অন্য কিছু করবেন? জেনে নিন।
কীভাবে চুলে পান ব্যবহার করবেন?
প্রথমেই পান দিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। সেটি নিয়ম করে ব্যবহার করতে হবে চুলে। তবে মাস্কটি বানানোর জন্যপানের সঙ্গে লাগবে আরও একটি❀ উপাদান। সেটিও চুলের জন্য খুবই উপকারী।
পানের সঙ্গে আর কী লাগবে?
এই উপাদানটি আর কিছুই নয়— ঘি। ঘিয়ে প্রচুর পꩵরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ রয়েছে। এগুলি চুলের খুব উপকার করে। এগুলি🦋র কারণে চুলের বৃদ্ধি হয় ভালো পরিমাণে।
কীভাবে বানাবেন এই মাস্ক?
৫-১০টি পান পাতা নিন। আপনার চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে কতগুলি পাতা লাগবে। এবার এর মধ্যে ২-৩ চামচ ঘি দিন। তার সঙ্গে অল্ꦺপ মধু আর জল। সবটা মিক্সার গ্রাইন্ডারে থেঁতো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার হেয়ার মাস্ক।
কীভাবে ব্যবহার করবেন?
চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত ভালো করে মাখিয়ে দিন এই মাস্ক। এই মাস্ক লাগিয়ে রাখা অবস্থায় আধ ঘণ্টা রেখে দিন। তার পরে হালকা শ্যাম্প𒊎ু দিয়ে চুল ধুয়ে নিন। এতে ভালඣো থাকবে চুল। সপ্তাহে ২ দিন এই মাস্ক ব্যবহার করুন। এতে আপনার চুলের বৃদ্ধির হার বাড়বে। চুল পড়াও কমবে।