পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Budget 2022: কৃষি ক্ষেত্রে ড্রোনের ব্যবহার এবং জৈব চাষে উৎসাহ দেবে সরকার, বললেন অর্থমন্ত্রী
কৃষিক্ষেত্রে বেশি কিছু নতুন নীতি নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। মঙ্গলবারের 🐼বাজেটে একথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। এবার কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানা ভ༺াবে সাহায্য করা হবে বলেও জনিয়েছেন তিনি।
বাজেটে কী কী বলা হয়েছে কৃষিক্ষেত্র সম্পর্কে?
- কিসান ড্রোনের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে জমিতে সার দেওয়া, কীবটনাশক প্রয়োগের ক্ষেত্রে সুবিধা হবে। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা, তাও সহজে নজর রাখতে পারবেন কৃষকরা।
- এর পরেই থাকছে জৈব পদ্ধতিতে কৃষিকাজের উপর জোর। রাসায়নিক মুক্ত কৃষকাজ করার কথা অেক দিন ধরেই হচ্ছিল। শেষ পর্যন্ত সেই বিষয়টির উপরও জোর দেওয়া হল এবারের বাজেটে। গঙ্গার দু’পাশ ধরে প্রাথমিক পর্যায়ে এই রাসায়নিক বিহীন কৃষিকাজ শুরু কথাও বলা হয়েছে বাজেটে। পরে তা দেশের অন্যত্রও ছড়িয়ে দেওয়া হবে।
- সরকারি এবং বেসরকারি তরফে যুগ্মভাবে কৃষকদের হাতে প্রযুক্তিগত সাহায্য পৌঁছে দেওয়ার কথাও হয়েছে এবারের বাজেটে।
২০২৩ সালটিকে আন্তর্জাতিক বাজরার বছর বা ‘International Year of Mi🌺llet’ বলে ঘোষণা করা হয়ꦕেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ওই বছর বাজরা চাষ এবং বাজরাজাত পণ্য বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার কৃষকদের সাহায্য করবে।