আন্তর্জাতিক বাজারে ভারতীয় টিকার গ্রহণযোগ্যতা নিয়ে ꦓদীর্ঘ দিন ধরেই নানা টানাপোড়েন চলছে। তবে এরই মধ্যে Covishield কিছুটা এগিয়ে রয়েছে COVAXIN-এর তুলনায়। বহু দেশেই Covishield-কে স্বীকৃতি দেওয়া হলেও COVAXIN-কে দেওয়া হয় না। এবার COVAXIN-এর জন্যও সুখবর। কারণ আমেরিকায় এই টিকা দেওয়ার আবেদন গৃহীত হয়েছে।
COVAXIN-এ নির্মাতা ভারত বায়োটেকের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, আমের🔥িকায় এই টিকা পরীক্ষা করা দেখা হবে। সেই পরীক্ষার ফল অনুকূল এলে যে আমেরিকার মাটিতে এই টিকাটি দেওয়া শুরু হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
তবে আমেরিকাতে এই টিকাটির নাম COVAXIN নয়। সেখানে এটি Ocugen নামে পরিচিত। Ocugen নামের কোম্পানি ভারত বায়োটেকের সঙ্গে জোট বেঁধে আমেরিকা এবং কানাডা🎃র জন্য এই টিকাটি বানিয়েছে।
Ocugen-এর তরফেও জ🐽ানানো হয়েছে, আমেরিকার Food and Drug Administration (FDA) এই টিকাটির পরীক্ষার উপরে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নতুন টিকাটিকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে মার্কিন মুলুকে। তেমনই জানানো হয়েছে, Ocugen-এর তরফে।
আমেরিকা যদি COVAXIN-এর জন্য নিজেদের দরজা খুলে দেয়, তাহলে 🥂আগামী দিনে এই টিকা অন্য দেশেও গৃহীত হওয়ার আশা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।