থাইরয়েডের উপর নির্ভর করে থাকে শরীরে একাধিক চক্র। শরীরে বহু কিছুর নিয়ন্ত্রক ক্ষমতা থেকে যায় এই থাইরয়েড গ্ল্যান্ডের উপর নি🍨র্ভর করে। থাইরয়েড হল গলায় অবস্থিত এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের কার্যকারিতার সমস্যা অনেক ক্ষেত্রেই বড়সড় বিপদে ফেলে দিতে পারে। যার ফলে শরীরে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়াও নির্ভর করে। উল্লেখ্য, বেশ কয়েকটি লক্ষণ দেখলে জানা যা⭕য় যে শরীরে দানা বাঁধছে থাইরয়েড। মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে সতর্কতা প্রয়োজন। একনজরে দেখা যাক, কোন কোন উপসর্গ দেখলে আঁচ করা যায় যে সম্ভবত থাইরয়েড শরীরে দানা বাঁধছে?
দুর্বলতা
মাঝে মাঝে যদি এনার্জির কমতি মনে হতে থাকে, বা অল্পেই ক্লান্তি আসতে থাকে, তাহলে তা নির্দেশ করে যে শরীরে সম্ভবত ধীরে ধীরে দানা বেঁধেছে থাইরয়েডের। বারে বারে যদি ক্লান্তির পরিমাণ বাড়তে থাকে,তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। এক্ষেত্রে পেশীতে একটা দুর্বলতা থাকবে আর শরীরের বিভিন্ℱন জয়েন্টে ব্যথা থাকবে।
ওজন কমে যাওয়া
এছাড়াও থাইরয়েড হরমনের তারতম্যে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার একটা সমস্যা দেখা যায়। থাইরয়েড হরমন ক🧸মে গেলে ওজন বাড়ে, অন্যদিকে হাইপার অ্যাক্টিভ থাইরয়েড থাকলেই ওজন কমতে থাকবে।
ঠান্ডা ও গরম লাগার ক্ষেত্রে
হাইপার থাইরয়েডিজম থাকলে অস্বাভাবিক ঘাম ও অ্যাংজাইটির সমস্যা হতে থাকবে। তার ফলে দেহের মেটাবলিজমে খানিকটা হেরফের হয়। আবার হাইপো থাইরয়েডিজম থাকলে মে💮টাবলিজমকে কমিয়ে দেয় ফলে অল্পেই ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা যায়।
ঘাড়ের চারপাশে দাগ
𒈔থাইরয়েডের অন্যতম লক্ষণ হল গলা বা ঘাড়ের চারপাশে দাগ। এই দাগ সাধারণতা কালো রঙের হতে পারে। এছাড়াও চুল পড়ার সমস্যা থেকেই যায় এই ঘটনা ঘিরে। এছাড়াও মাথায় চুলকানি, তৈালক্ত ত্বক ইশারা করে থাইরয়েডের সমস্যার দিকে।
খিটখিটে মেজাজ, অনিদ্রা
প্রবলহারে মেজাজ যদি খিটখিটে হতে থাকে, তাহলে বেড়ে যেতে থাকে সমস্যা। থাইরয়েডের ফলে মেজাজ ভীষণভাবে খারাপ হয়। অনেক সময় ঘুমেরও ব্যাঘাত ঘটে। এছাড়াও রাতে বারবার মূত্রত্যাগ করতে ওঠা বা অত্যন্ত ঘেমে যাওয়ꦿার সমস্যা থাকলে এই সমস্🃏যা দানা বাঁধে।
অ্যাংজাইটি
ক্লান্তি বা অ্যাংজাইটির সমস্যা থাকে, তাহলে তাকে একেবারেই এড়িয়ে যাবেন না। মহিলা এই সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে ভুগে থাকেন। অনেক সময় ভুলে যাওয়া, বা স্মৃতিভ্রংশ হওꦆয়া কোনও কিছুতে মনোনিবেশ করতে সমস্যা হওয়া এই জটিলতার অন্যতম দিক।
পিরিয়ডের সমস্যা
পিরিয়ডের অনিয়ম অনেক সময়ই পিসিওএস বা বন্ধাত্ব্য আবার থা💃ইরয়েডের সমস্যাকে চিহ্নিত করে। বিশেষত ৩৫ বছরের উর্ধ্বের মহিলারা এই ধরনের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন। ফলে পিরিয়ডের অনিয়ম লক্ষ্য করলেই সতর্ক হওয়া প্রয়োজন।