সকাল সকাল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জিভে জল। কারণ সকাল থেকেই এই মাধ্যম ভরে গিয়েছে টক-ঝাল-মিষ্টি স্বাদে। গুগলের বিশেষ ডুডল এসে গিয়েছে ফুচকা নিয়ে। কিন্তুꦦ এই ফুচকা বা পানি পুরি কেন হঠাৎ স্থান পেল গুগলের ডুডলে? এর পিছনে রয়েছে ৮ বছর আগের একটি ঘটনা।
২০১৫ সালের ১২ জুলাই ইন্দোরে এই ফুচকা বা পানি পুরি নিয়ে ঘটেছিল একটি ঘটনা। সে দিন এই শহরের একটি দোকান করে ফেলে একটি বিশ্বরেকর্ড। ঢুকে পড়ে Golden Boꦜok of World Records (GBWR)-এর খাতায়। কী হয়েছিল সে দিন? এই দোকানে ৫১টি স্বাদের ফুচকা তৈরি করা হয়। তার মধ্যে চেনা টক-ঝাল ফুচকা বা পানি পুরি যেমন ছিল, তেমনই ছিল মিষ্টি চকোলেট ফুচকাও। সব মিলিয়ে ব্যাপক আলোচনা হয় সেই বিশ্বরেকর্ড ন💮িয়ে।
(আরও পড়ুন: স্বাধীনতার আগেই পিএইচডি অর্জনকারী প্রথ🗹ম ভারতীয় মহিলা, কমলা সোহোনিকে কুর্নিশ জানাল গুগল ডুডলও)
যদিও বিশ্বরেকর্ডে পরে আলাদা করে ౠফুচকার জনপ্রিয়তা কিছু বাড়েনি। কারণ তার আগে থেকেই এটি ভারতে এক নম্বর স্ট্রিট ফুড বললে অত্যুক্তি হয় না। বাংলায় ফুচকা নামে পরিচিত হলেও, ভারতের অন্যান্য অনেক জায়গায় এর নাম পানি পুরি।
(আরও পড়ুন: অফ🐓িসের কাজে লুকিয়ে-লুকিয়ে AI ব্যবহার করছেন? সাবধান করে দিল Google)
বিশ্বরেকর্ডের আট বছর পরে গুগল এবং ভালোবাসা জানালো ফুচকা বা পানি পুরিকে। বুধবার অর্থাৎ ১২ জুলাই একটি🧜 ডুডল বানানো হল তাদের তরফে। তবে সেটি নিছক একটি অ্যানিমেটেড ডুডল নয়, তার সঙ্গে একটি মজাদার খেলাও। এই ভিডিয়ো গেমটি নিয়েও সকাল থেকে মজেছে নেটপাড়া। খেলাটির ধরন হল, এক জন ফুচকা বিক্রেতাকে খদ্দেরদের আবদার মিটিয়ে পর পর দিয়ে যেতে হবে তা🎃ঁদের পছন্দের ফুচকা। গেমটি খেলতে খেলতে অনেকেরই মনে হয়েছে, এতেও মিটছে ফুচকার স্বাদ।
(আরও পড়ুন: Google ছেড়ে অন্য জায়গায় AI-এর কাজ করতে যাচ্ছেন কর্ღমীরা! কী ভাবছেন সুন্দর পিচাই?)
শুধু ভারতেই নয়, এই দেশের বাইরে এশিয়ার আরও কিছু অংশেও বেশ জনপ্রিয়ꦚ স্ট্রিট ফুড হল এই ফুচবা বা পানি পুরি। তেলেভাজা এই খাবারটি তেঁতুল জলের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। ভিতরে সাধারণত আলুর পুর থাকে। তবে ইদানীং আরও নানা উপাদান এর পুর হিসাবে ব্যবহার করা হচ্ছে।