সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয় ‘গুগল’ বুধবার ২৫ বছরে পা রাখল। গুগল ডুডলের মাধ্যমে এটি বিশেষ ভাবে উদযপান করা হচ্ছে। গুগল সার্চ ইঞ্জিনের হোম পেজ 'গুগল' থেকে 'G25gle' এ পরিবর্তিত হয়েছে এবং কোম্পানির গত ২৫ বছরে ঘটে যাওয়া পরিবর্তনগুলি দেখা যাচ্ছে। গুগলও একটি ব্লগের মাধ্যমে এই পুরো যাত্রা বর্ণনা করেছে। গুগলের সর্বশেষ ব্লগে ব🉐লা হয়েছে..!
গুগলের বꦇ্লগ বলছে, ২৫ বছর আগে আমরা গুগল সার্চ চালু করেছিলাম যাতে আপনি ছোট-বড় প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন। তারপর থেকে, কোটি কোটি মানুষ তাঁদের প্রশ্নের উত্তর খুঁজতে এবং তাঁদের কৌতূহল মেটানোর জন্য আমাদের পণ্যের দিকে ঝুঁকেছে।
গুগলের ইতিহাস জেনে নিন
ব্লগটি বলছে, আজকের ডুডলে দেখানো আমাদের লোগো সহ ১৯৯৮ সাল থেকে অনেক কিছু পরিবর্তিত হয়েছে, কিন্তু মিশনটি একই রয়ে গিয়েছে – বিশ্বের তথ্য সংগঠিত করা এবং এটিকে অ্যাক্সে༺সযোগ্য এবং উপযোগী করে তোলা।
আমরা যদি গুগলের ইতিহাস দেখি, এটি সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ নামের ছাত্রদের দ্বারা প⛄্রতিষ্ঠিত হয়েছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁদের দুজনের দেখা হয়েছিল। গুগল ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। Google Inc. আনুষ🌳্ঠানিকভাবে ২৭ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুর দিকে কোম্পানিটি ৪শে সেপ্টেম্বর এই দিনটি পালন করত, পরে তা ২৭ সেপ্টেম্বরে পরিবর্তিত হয়।
বর্তমানে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর থেকে এই পদে নিযুক্ত তিনি। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট꧒ের সিইওও তিনি। কোম্পানি 'গুগল ডুডল'-এর মাধ্যমে প্রতিটি বড় অনুষ্ঠান এবং কৃতিত্ব উদযাপন করে। সংস্থাটি ভারতের মহান ব্যক্তিদের জন্মদিন, উত্সব ইত্যাদিতেও ডুডল তৈরি করে।