বর্ষার মরশুম মানেই চুল পড়ার সমস্যা লেগেই থাকে। অনেকেরই চুল আগাগোড়া𓆏ই পাতলা! বর্ষাকালে তাঁদের সমস্যা বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, একাধিক ঘরোয়া কিম্বা বা 'ঘরের বাইরের' উপায় দিয়ে চুলের যত্ন সম্ভব বর্ষাকালে। একনজরে দেখে নেওয়া যাক, বর্ষাকালে চুলের পেঁয়াজের রসের পাশাপাশি মিনক্সিডিল কতটা কার্যকরী?
মিনক্সিডিলের উপকারিতা:-
-এটি চুল পড়া কমিয়ে দেয়।
-এফডিএর তরফে অনুꦅমোদন দেওয়া হয়েছে মিনক্সিডিলকে। মহিলাদের ৪ মাসের মধ্যে চুল পড⛄়া রুখে দেয় বলে ক্লিনিকালি এটি প্রমাণিত।
-পাতলা থেকে চুলের গোছা মোটা করতে সাহায্য করে এই মিনক্সিডিল। ফিল্মি গল্পকে হার মানাবে! ডাক্তারকে তু🗹লে নিয়ে গিয়ে জোর করে বিয়ে, তুলকালাম
চুলের যত্নে পেঁয়াজের রস:-
-পেঁয়াজের রসে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। 🍸ফলে এই রস চুলে লাগালে চুলের পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
🔜-মাথায় যদি ময়লা জমে চুলকানি হয়, তাহলে পেঁয়াজের রস খুবই ভাল। তালু শুক্র হয়ে গেলেও পেঁয়াজের রস খুবই কার্যকরী ফল দেয়।
-মাথায় খুশকির সমস্যায় পেঁয়াজের রসেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সঙ্গে অ্যালোভের♛া মিশিয়ে তা মাথার ত্বকে ভাল কের লাগিয়ে নিন।
-যদি মাথার কোনও একটি জায়গা থেকে চুল বেশি উঠে যায়, তাহলে সেই♌ জায়গায় ভাল করে লাগিয়ে নিন পেঁয়াজের রস। দিনে ২ বার লাগালেই পাবেন ফল।