বলিউডের এভারগ্রিন সুপারস্টার অনিল কাপুরের সন্তান সোনম কাপুর। একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশ💝ি তিনি একজন ফ্যাশন ডিজাইনার। সব কিছুই যে তিনি নিজের মনের মতো করে সুন্দর সাজিয়ে তুলতে পারেন, তা বোঝা যায় অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ি দেখলেই।
অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ি💦টি যেন ঐতিহ্যগত এবং আধুনিক স্থাপত্যের মেলবন্ধন। মুম্বইয়ের এই বাড়িতে স্বামী আনন্দ আহুজা এবং ছেলে বায়ুর সঙ্গে থাকেন সোনম। এই বাড়িটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি বহু দিন ধরেই এমন একটি বাড়ির সন্ধানে ছিলাম যেখানে ভারতের প্রত্যন্ত অঞ্চলের চিত্র আমি সংগ্রহ করে রাখতে পারি।’
(আরও পড়ুন: ‘কুকুরের জন্য ভয়ানক পরিস্থিতি’, লোকসভায় বললেꦜন বিজেপি সংসদ অতুল গর্গ)
অভিনেত্রী আরও বলেন, ‘মা হওয়ার পরে আমি যখন আমার জীবনে নতুন যাত্রা শুরু করলাম, তখন থেকেই এই বাড়িটি নিজের মতো✤ করে সাজাতে শুরু করি। এই বাড়িটি তৈরি করার পিছনে সবথেকে বড় অবদান আমার স্বামী, আনন্দের। আনন্দ চেয়েছিল সন্তান হওয়ার পর এমন কোনও বাড়িতে আমরা থাকব, যেটি দেখতে যেন প্রাণবন্ত হয়।’
অভিনেত্রী🥃র কথায়, ‘আগে যে বাড়িতে আমরা থাকতাম সেটি বাড়ি না বলে অ্যাপার্টমেন্ট বলা ভালো। বিনিয়োগ করলেই হয়তো আরও বেশি আধুনিক বাড়ি আমরা কিনতে পারতাম কিন্তু সেটি প্রাণহীন হয়ে থাকতো। তাই এই বাড়িতে কেনার পর এর প্রত্যেকটি স্থান আমরা নিজের෴ মতো করে সাজাই।’
বাড়িটির অন্দরমহলের একটি ভিডিয়ো 🧔সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনাম নিজেই। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়িটির প্রত্যেকটি দেওয়ালে রয়েছে রংবেরঙের ডিজাইন আঁকা পেন্টিং। শুধু তাই নয়, ভারতের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন অ্যান্টিক ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে বা🥂ড়িটি। এক ঝলক এই বাড়িতে ঢুকলে আপনার মনে হবে আপনি কোনও মিউজিয়ামে ঢুকে গেছেন। বাড়িটিতে ঢুকলে একটি নস্টালজিক পরিবেশ তৈরি হয়ে যায়, যা আপনাকে মুগ্ধ করে।
(আরও পড়ুন: ক্যাটারা♚র নয়, দিল্লিতে একটি পার্টির খাবারের অর্ডার পেল সুইগি! হেসে খুন সকলে)
বাড়িটির প্রত্যেকটি দেওয়ালে শুধুমাত্র পেইন্টিং রয়েছে তা নয়, বাড়িটির প্রত্যেকটি দেওয়াল সাজানো রয়েছে হাতে আঁকা ছবি দিয়ে। তবে এই বাড়ির সব ঘরের থেকে সোꦏনামের সব থেকে পছন্দের জায়গা হল ড্রয়িং রুম, যেখানে বন্ধু-বান্ধবদের সঙ্গে সব থেকে বেশি সময় কাটান তিনি। পছন্দের ড্রয়িং রুমটিও একেবারেই অনন্য ভাবে সাজিয়ে তুলেছ𒊎েন সোনাম, যাতে বন্ধু-বান্ধবরা এলে সব থেকে সুন্দর ও পছন্দের জায়গায় বসে গল্প করতে পারেন তিনি।