গত মঙ্গলবার গাজিয়াবাদ থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভা সংসদ অতুল গর্গ কুকুরের কামড়ের ক্রমবর্ধমান বিষয়টি সকলের সামনে উপস্থাপন করেন। শুধু তাই নয়, কুকুর কামড়ানোর পর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সেটি মোকাবিলা করার জন্য একটি কমিটি গঠন করার দাবিও জানান তিনি।
মঙ্গলবার লোকসভায় অতল 💃গর্গ বলেন, ‘এখনও পর্যন্ত ভারতে ৩০.৫ লক্ষ মানুষকে কুকুরে কামড়েছে এবং তার মধ্যে ২৮৬ জন মারা গেছেন। চারি পাশে যে এত কুকুর-প্রেমী মানুষ দেখা যায়, তাদের মধ্যে কেউ কেন আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে আসে না?’
(আরও পড়ুন: ব্রেন টিউমার কী? জানুন এর উপসর্গ, কারণ এবং চিকিৎসা সম্পর্কে বিস্তার🌸িত তথ্য)
তিনি আরও বলেন, ‘পরি🐼সংখ্যান অনুযায়ী শুধু গাজিয়াবাদে গত ১ বছরে ৩৫ হাজার মানুষকে কুকুরে কামড়েছে। ছোট বাচ্চারাও এই পরিস্থিতির শিকার হচ্ছে। কিছুদিন আগেই খবরে প্রকাশিত হয়েছিল, একটি শিশুকে এমন ভাবে কুকুর আক্রমণ করে যে পরবর্তী সময় সে জলাতঙ্𝄹কের কারণে মারা যায়।’
গর্গ বলেন, ‘গাজিয়াবাদে শিশুরা খেলতে পারে না, গোটা গাজিয়াবাদ জুড়💮ে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেককে সুরক্ষা দেওয়ার জন্য তাই একটি কমিটি গঠন করা ভীষণভাবে প্রয়োজন। কোনও পোষা কুকুর যদি কাউকে কামড়াতে যায়, তাহলে তার মালিক জবাবদিহি করবেন কিন্তু রাস্তার কুকুরের ক্ষেত্রে কে জবাবদিহি করবে?’
এর আগে তেলেঙ্গানায় এক ১৮ মাস বয়সী শিশু কুকুরের কামড়ে মারা যায়। ওই শিশুটিকে শুধু একটি কুকুর নয়, একদল কুকুর ঘিরে ধরে এবং কামড়ে ধরে। 🦩শুধু তাই নয়, ওই শিশুটিকে টেনে হিজরে অনেকটা দূরে পর্যন্ত নিয়ে যায় কুকুরগুলি।
(আরও পড়ুন: হরমোনের ভারসাম্যহী༺নতা: আসল মূল কারণগুলি কী? যা বলছেন ডাক༺্তার)
শুধু এই একটি ঘটনা নয়, তেলেঙ্গানার জগতিয়াল জেলায় একটি ৭ বছর বয়সী বালক তার বাড়ির সামনে খেলছিল, ঠিক তখনই রাস্তার কুকুরের কামড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে শিশুটি। এমন আরও অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্🦩তরে।