ভারতীয় ক্রিকেট দলের জন্য অজি সিরিজ কতটা সুখকর হবে তা তো সময়ই বলবে, তে আপাতত সেখানে যাওয়ার পর থেকে ভারতের জন্য তেমন কিছুই ভালো হয়নি। লোকেশ রাহুল চোট পেয়েছে ব্যাট করতে গিয়ে, অনুশীলন🅺 করতে গিয়ে চোট পান সরফরাজ খানও। এছাড়াও শুভমন গিল স্লিপে ফিল্ডিং কাটতে গিয়ে শনিবার এমন চোট পেলেন যে তিনি ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজে♏র!
ভারতীয় দলের প্রস্তুতির জন্যই অস্ট্রেলিয়ায় গিয়ে একটি বেসরকারি ঘরোয়া টেস্ট ম্যাচ ইন্ডিয়া এ দলের 𝓰সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেক্ষেত্রে বাউন্সি পিচে সরাসরি ম্যাচ প্র্যাকটিস হয়ে যেত ক্রিকেটারদের। বোলাꩲর থেকে ব্যাটার সকলের, কিন্তু সমস্যা তৈরি করল সেই ফাস্ট পিচ। যেখানে কোহলি স্বয়ং চাপে পড়লেন।
এক রিপোর্টﷺে দাবি করা হয়েছে ভারতীয় প্রথম সারীর ব্যাটারদের বারবার বিপাকে ফেলছিল এ দলের বಌ্যাটাররা। আবার ইন্ডিয়া এ দলের ব্যাটাররাও একই ভাবে সমস্যায় পড়ছিলেন ফাস্টো বোলিংয়ের বিরুদ্ধে। প্যাট কামিনস, স্টার্কদের বিরুদ্ধে নামার আগে কি আরও সময় নিয়ে অস্ট্রেলিয়ায় আসা উচিত ছিল, উঠছে সেই প্রশ্নই। কারণ সম্প্রতি কিউয়ি সিরিজে হোয়াইটওয়াশ।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন 🥀অতিথি!♏ ৩ থেকে ৪ হলেন…
এদিকে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে আঙুলের হাড়ে চিড় পেয়ে পার্থ টেস্ট থ𒊎েকে ছিটকে গেলেন শুভমন গিল। তিনি চোট পাওয়ায় ওপেনার সমস্যা আরও তীব্র হল, এক🌌ই সঙ্গে তিন নম্বরে কে খেলবে সেটাও বলা যাচ্ছে না। হয়ত ম্যাচের আগেই তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে গৌতিকে, কারণ ততদিনে আর কারা কারা চোট পাবেন তা তো বলা যাচ্ছে না।
আরও পড়ু🏅ন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
এদিকে রবিবার রয়েছে এই ম্যাচের শেষ দিন। ফলে আর কোনও অঘটন অপেক্ষ🉐া করছে কিনা বেসরকারি এই ম্যাচের শেষ দিনে তার উত্তর দেবে সময়। এদিকে সিনিয়র ব্যাটার বিরাট কোহলি নিশ্চয় চাইবে দ্রুত মানিয়ে নিতে এই পিচের সঙ্গে। কারণ জুনিয়রদের সঙ্গে যদি তিনিও ব্যর্থ হন তাহলেই তাঁর ফর্ম নিয়ে আবারও প্রশ্ন উঠত🍸ে শুরু করে দেবে।
এদিকে এই ম্যাচে রুতুরাজ গায়েকওয়াড় চারটি ছয় ম💮ারেন, দুটি অশ্বিনের বিরুদ্ধে। একটি করে মারেন হর্ষিত রানা এবং মানব সুতরের বিরুদ্ধে। এদিকে শোনা গেছে বিরাট কোহলিও চোট লাগার পর তিনি স্ক্যানের জন্য যান, তবে তিনি ঠিক রয়েছেন। লোকেশ রাহুলেরও কনুইয়ে আগেই চোট লাগায় তাঁরও স্ক্যান হয়।