ঘুমের মধ্যে হঠাৎ করে নড়তে চড়তে পারছেন না, মনে হচ্ছে সবকিছু শুনতে পেলেও কোনও কথা বলতে পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার স্লিপ প্যারালাইসিসꦜ হয়েছে। ব্যাপারটা ভীষণ সাধারণ শুনতে হলেও যাদের এই রোগটি রয়েছে, একমাত্র তারাই জানে কতটা ভয়ংকর এ🥂ই রোগ।
স্লিপ প্যারালাইসিস মূলত হয় যদি আপনার ঘুম কম হয় অথবা প্রতিদিন নির্দিষ্ট সময় যদি আপনি না ঘুমোতে যান তাহলে। এছাড়াও অবসাদ, টেনশন, দুঃখ যদি আপনাকে গ্রাস করে, সে ক্ষেত্রেও স্লিপ প্যারালাইসিস হতে𝄹 পারে আপনার। অনেকে এটির সঙ্গে ভৌতিক কার্যকলাপের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলেও এটি কিন্তু পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাপার।
স্লিপ প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার ৬টি উপায়
রুটিন তৈরি করুন: প্রতিদিন একটি রুটিন তৈরি করুন। সারাদিন আপনি কী কী কাজ করবেন, কতক্ষণ বিশ্রাম করবেন তার একটি চার্ট তৈরি করে রাখুন। এই রুটিনে সারাদিন যতই পরিশ্রম করুন না কেন, নিজের💦 বিশ্রামের জন্য অন্ততপক্ষে ৭ ঘন্টা বরাদ্দ রাখুন।
(আরও পড়ুন: ‘হাম আপ𒈔কে হ্যায় কৌন’ সিনেমܫার এই ৭ তথ্য, যা জানেন না সালমানের অন্ধ ভক্তও)
নিয়ম মেনে চলুন: প্রতিদিন যে সময় ঘুমোতে যান, সেই নিয়মটাই মেনে চলুন। কোনদিন দশটায় কোনদিন বারোটায় ঘুমোতে যাবেন না। আপনি যদি প্রতিদিন 👍১১টায় ঘুমোতে যান, তাহলে সেটাই মেনে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোন এবং নির্দিষ্ট সময়ে উঠুন, দেখবেন এই রোগ💫 থেকে মুক্তি পেয়েছেন খুব সহজে।
ফোন এড়িয়ে চলুন: ঘুমোতে যাওয়ার অন্তত কিছুক্ষণ আগে টিভি, মোবাইল এবং ল্যাপটপ থেকে নিজেকে সরিয়ে ফেলুন। আপনি যত রাত পর্যন্ত স্ক্রিন ꩵটাইম রাখবেন, ততই আপনার এই রোগ বেড়ে যাবে।
রাতে খান হালকা খাবার: রাতে চা, কফি বা মাছ মাংস জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে খাবার খাবেন। যত ൲রাত করে খাবার খাবেন ততোই হজমের সমস্যা হবে এবং রাতের ঘুমের ব্যাঘাত ঘটবেꦑ।
(আরও পড়ুন: ব্রিটিশ মিউজিয়ামে সংরক🏅্ষিত রয়েছে বিশ্বের প্রাচীনতম মানচিত্র, সামনে এলো ভিডিযಞ়ো)
ব্যায়াম: রাতে ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করার চেষ্টা করুন। ত๊বে ভরা পেটে নয় খালি পেটে ব্যায়াম করবেন সকালে। প্রতিদিন শারীরিক চর্চা🎐 করলে আপনার ঘুম খুব ভালো হবে।
মেডিটেশন: মন থেকে দুশ্চিন্তা বা অবসর দূর করে দেওয়ার জন্য প🅺্রতিদিন দরকার মেডিটেশন। অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট মেডিটেশন করলে আপনার মন ভারমুক্ত হবে এবং ঘুম ভালো হবে।