ব্রণর সমস্যায় অনেকেই জেরবার! বিভিন্ন উপায়ে কসরৎ করে ব্রণ সারিয়ে নেওয়া গেলেও, অনেক সময় দেখা যায়, ব্রণ মুখ থে♏কে সরে যাওয়ার ৩ থেকে ৪ দিন পর মুখে ব্রণ দাগ থেকে যায়। অনেকেই ব্রণ খুঁটে ফেলেন, আর তাতে ত্বকে দাগ আরও বেশি গাঢ় হয়। এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। তবে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি ঘরোয়া উপায়ের কথা এক্ষেত্রে বলছেন।
ব্রণর দাগ সরাতে সহজ উপায়
মুখে রয়েছে ব্রণর দাগ, আর রাতে রয়েছে বিয়েবাড়ি! এমন পরিস্থিতি হলে ঝটপট মুখে লাগিয়ে নিন অ্যালোভেরা পাতার জেল। তবে ব্রণর দাগ সারাতে সবচেয়ে বেশি কার্যকরি উপায় হল রাতে অ্যালোভেরা জের লাগিয়ে নেওয়া। যদি অ্যালোভেরা জেলে দুই থেকে তিন চামচ টি ট্রি অয়েল দিয়ে দেন, তাহলে ত্বকে আসবে আলাদা জেল্লা। এটা যদি প্রতিদিন করতে পারেন, তাহলে ত্বকে কোনও দাগ থাকবে না। গরমে চুলে অল্পেই পাকিয়ে যাচ্ছে 🌸জট👍, রয়েছে শুষ্কভাব! সমস্যা এড়াতে কিছু সহজ টিপস
ব্রণতে মুখের দাগ কমাতে ডাল
মুসুর ডালের সঙ্গে দিন দুধ। আর এই মিশ্রণ মুখে লাগালে তা মুখের অবাঞ্ছিত দাগ চলে যায়। এছাড়াও এই মিশ্রণ যদি মুখে ব্রণর উপর লাগানো যায়, তাহলে তা খুবই উপকার দিতে পারে। রোজ এই প্যাক লাগানোর অভ্যাস থাকলে মুখ থাকবে পরিষ্কার। স্ত্রী খালি ম্যাগি বানান আর ওটাই তিন♉ বেলা খেতে দেন! ডিভোর্স চেয়ে আদালতে স্বামী
লেবুর রস
ম💜ুখের দাগ ছোপ সরিয়ে দিতে মুখে লাগান লেবুর রস। মুখে রস লাগিয়ে তা ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এতেই মিটে যাবে মুখে দাগের সমস্যা।
কিছু টিপস
অনেক বিশেষজ্ঞের মতে, কাঁচা আলু নিয়ে তা পিষে তা থেকে বে🌠র করে নিতে হবে রস। আর সেই রস মুখে লাগিয়ে নিলেই যাবতীয় দাগ ও ছোপ মিলিয়ে♒ যাবে।
টমাটো
টমাটোতে থাকে ভিটামিন সি। মুখে টমাটোর জুস লাগিয়ে নিলে শুধু ব্রণর দাগই কাটে না, এতে ত্বকও উজ্জ্✃বল হয়। টমাটো কেটে ধিরে ধিরে তা মুখে লাগিয়ে নিন। এতেই মিলবে জܫেল্লা।