পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > বাথরুম থেকে রান্নাঘর— উঁকিঝুঁকি আরশোলার, দেখুন স্প্রে ছাড়া কীভাবে তাড়াবেন
আরশোলা ভয় পান অনেকেই! কারও আবার ওই কীটটা দেখলেꦏই ভীষণ ঘেন্না করে। আপাতদৃষ্টিতে এটিকে দেখতে যতটা নিরীহ, ততটাই ভয়ঙ্কর। কেননা এটি ময়লা আবর্জনা থেকে উঠে আপনার সারা ঘরময় ঘুরে বেড়ায়। ফলে আরশোলার পায়ে পায়ে ছড়িয়ে পরে জীবাণু। সাথে খাবারের ওপরেও উঠে পড়ে এটা। যা খেলে ফুড পয়জনিং-র মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি বিশেষ করে রান্নাঘর আরশোলা-মুক্ত রাখা খুব দরকার। অনেকেই একাধিক রাসায়নিক যুক্ত স্প্রে ব্যবহার করে থাকেন। অনেকসময় তাতেও কাজ হয় না। আবার কেউ কেউ রাসায়নিক ব্যবহার করার চেয়ে ঘরোয়া উপায়েই আরশোলা তাড়াতে চান! দেখুন সেক্ষেত্রে কী করবেন--
- বেকিং সোডার গন্ধ আরশোলা একেবারেই সহ্য করতে পারে না। তাই চিনি গুঁড়ো করে তার সাথে বেকিং সোডা মিশিয়ে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে রাখুন। মিষ্টির গন্ধে আরশোলা সেই খাবারের প্রতি আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।
- গোলমরিচ এক চা চামচ, রসুন আর পেঁয়াজ বাটা আধা কাপ নিয়ে এক লিটার জলে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ ঘর মোছার জলে ব্যবহার করুন। দেখবেন আরশোলা পালাবে।
- তেজপাতার গন্ধও আরশোলা সহ্য করতে পারে না। তেজপাতা হাত দিয়ে ভেঙে নিয়ে তা রান্নাঘরের বিভিন্ন তাকে ছড়িয়ে রাখুন। ১০ দিন পরপর বদলে দেবেন। দেখবেন আর কাছে ঘেঁষবে না আরশোলা।
- ময়দার সাথে বোরিক পাউডার মিশিয়েও ফাঁদ পাততে পারেন আরশোলার জন্য। ময়দার গন্ধে আরশোলা বোরিক পাউডার খেয়ে মরবে, আর আপনি হবেন নিশ্চিন্ত।