জানুয়ারি থেকেই শুরু হবে বিয়ের সিজন। চলবে সেই মার্চ পর্যন্ত। করোনা-লকডাউনের মাঝে সকলেই দু'চারটে নিমন্ত্রণ পেয়েই যাবেন। আর তাতে পৌঁছে যাবেন সাজুগুজু করে। তবে, শীতের এই সম𝕴য়ে মেকআপ ব্যবহার করার আগে ত্বককꩵে মেকআপ করার উপযোগী করে তোলাও একটা বড় কাজ। দেখুন কী করবেন।
প্রথম ধাপ
মুখ জল দিয়ে ধুয়ে ক্লিনজার লাগিয়ে নিন। এবার ভালো করে ম্যাসাজ করে নিয়ে ধুয়ে নিন। তারপর 🅠তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন সব জল।✅
দ্বিতীয় ধাপ
মুখে ব্যবহার করুন স্ক্রাবার। এতে ত্বকে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যা🐷বে। মরা কোষও সরে যাবে।
তৃতীয় ধাপ
এবার লাগিয়ে ফেলুন টোনার।
চতুর্থ ধাপ
এবার লাগান ভালো কোনও ময়েশ্চারাইজার। মেকআপ লাগানোর আগে ময়েশ্চারাইজার কিন্তু লওাগাতেই হবে।&nbꦫsp;
পঞ্চম ধাপ
ময়েশ্চারাইজার লাগানোর পর লাগাতে হয় প্রাইমার। তবে ময়েশ্চারাইজার লাগানোর🎃 সাথে সাথে প্রাইমার না মেখে ৫ মিনিট অপেক্ষা করুন। সেই সময় ঠোঁটে ভা꧑লো কোনও লিপবাম লাগিয়ে নিন।
এই সব ক'টি ধাপ ঠিকঠাক হলেই আপনি মেকআপ করা শুরু করতে পারবেন। এꦬবং আপনার মেকআপের বেসও এতে খুব ভালো হবে। ত্বক রুক্ষ ও বুড়োটে দেখাবে না! । ত্বক টানটান, সতেজ থাকলে তার উপর ফাউন্ডেশন, কনসিলার, ব্রোঞ্জারের মতো মেকআপ ভালোভাবে সেট হয়ে চেহ🐟ারায় আসবে একটা সুন্দর গ্লো।