দাঁতে প্রচন্ড ব্যথা বা ইনফেকশন না হলে সচরাচর দাঁত তোলার কথা ভাবতেই পারেন না কেউ, কারণ দাঁত তোলার পুরো প্রক্রিয়াটি ভীষণ যন্ত্রণাদায়ক হয়। 🅘দাঁত তোলার পরেও কিছুদিন ভীষণ 🎀সাবধানে থাকতে হয় রোগীকে। কিন্তু সম্প্রতি চিনের এক ব্যক্তির মুখে একদিনে বসানো হয় ১২টি দাঁত, তোলা হয় ২৩টি। দুর্ভাগ্যবশত এই ঘটনার কিছু দিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই ব্যক্তি।
চিনা সংবাদ মাধ্যম জিমু নিউজ জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ঝেজিয়াং প্রদেশের ইয়ংকাং শহরে। মৃত ব্যক্তির নাম হুয়াং। গত ১৪ অগস্ট অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়ে ইয়ংকাং শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই যুবক। ওই যুবকের সম্মতি নিয়েই একদিনে চিকিৎসকরা ২৩টি দাঁত তুলে ফেলেন। শুধু তাই নয়, বসানো হয🔜় ১২টি দাঁতও।
(আরও পড়ুন: ভারতের ৯৫ শহরে বায়ু দূষণে😼র মাত্রা কমেছে, তবে বিপদ এখনও কাটেনি! কী বলছে তথ্য)
ওই চিনা সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, হুয়াং নামের ওই যুবকের অস্ত্রোপচার করেছিলেন ইউয়ান নামের একজন চিকিৎসক। দাঁত বসানোর🎐 কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন হুয়াং। দাঁতে তীব্র যন্ত্রণা শুরু হয়। দাঁতের কষ্ট নিয়েই তিনি ফিরে যান বাড়িতে। ১৩ দিন কাটতে না কাটতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই যুবক।
হাসপাতালের কর্মীরা জিমু নিউজকে জানিয়েছেন, একদিনে কতগুলি দাঁত তোলা যাবে তা পুরোপুরি নির্ভর করে রোগীর স্বাস্থ্যের ওপর। ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করেই চিকিৎসকরা একদিনে অতগুলি দাঁত তোলার সিদ্ধান্ত নেন। তবে দাঁত তোল🌟া এবং বসানোর মধ্যে তিন চার মাসের ব্যবধান রাখা হয় সাধারণত, এক্ষেত্রে হুয়াং সম্মতি জান✤িয়েছিলেন বলেই সেই নিয়ম মানা হয়নি।
(আরও পড়ুন: গ্লাসে বিয়ার ঢেলে জন্মদিন পালন ছাত্রীদের! ছত্তিশগড়ের সরকারি স্কুলে লজ্জাজন🍒🔯ক নজির)
উহান ফোর্থ হাসপাতালের প্রধান দাঁতের চিকিৎসক জিয়ান গুওলিন বলেন, ‘প্রাপ্তবয়স্কদের সাধারণত ২৮ থেকে ৩২টি দাঁত থাকে। একদিনে ২৩ টি দাঁত তোলা সত্যিই অস্বাভাবিক। শুধু তাই নয়, দাঁত তোলার পর ১২টি দাঁত নতুন করে বসানও হয়েছে। তবে দাঁত প্রতিস্থাপন এবং মৃত্যুর মধ্যে যেহেতু ১৩ দিনের ব্যবধান ছিল, তাই দাঁত তোলার জন্যই আদৌ ওই যুবকে🙈র মৃত্যু হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।’