পরিবেশ দূষণ সকলেরই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতেই নানাভাবে দূষণের মাত্রা কমানোর চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে যানবাহনকে যত বেশি পরিবেশবান্ধব করে তোলা যায়, তার উদ্যোগ নিচ্ছেন বিজ্🏅ঞানীরা। কারণ যানবাহন পরিবেশ দূষণে অন্যতম ভূমিকা𝐆 পালন করে।
দীর্ঘ দিন ধরেই ভারতীয় 📖রেল চেষ্টা করছে, ট্রেনকে আরও বেশি করে পরিবেশবান্ধব করে তোলার। আর সেই কারণেই সব লাইনের ট্রেনকেই ধীরে ধীরে বিদ্যুৎচালিত করে তোলার চেষ্টা হচ্ছে। এই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। একসঙ্গে তিনটি রেলপথকে সম্পূর্ণরূ𝕴পে বিদ্যুৎচালিত করা হল।
এই তিনটে রেলপথের মধ্যে রয়েছে কলকাতা মেট্রোরেল, ইস্ট কোস্ট রেলওয়ে এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। সোমবার রেলমন্ত্রকের তরফে জꦓানানো হল এই কথা।
কলকাতা মেট্রোর সোশ্যাল মিডিয়াতেও জানানো হয়েছে এই খবরটি। ভারতীয় রেলের এই কৃতিত্বের কথা জানিয়ে বলা হয়েছে, এতে কার্বন ফুটপ্রিন্টের𒁏 পরিমাণ অ🌞নেকটাই কমবে। ভবিষ্যতে পরিবেশ দূষণ কমাতে এই উদ্যোগ দারুণ কাজে লাগবে বলেও আশা প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
অনেক দিন ধরেই পরিবেশদূষণের মাত্রা কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে এবং সেই লক্ষ্যে কাজ করছে ভারতীয় রেল। আগামী দিনে আরও ব🐈হু লাইন সম্পূর্ণ রূপে বিদ্যৎচালিত হয়ে যাবেꦍ বলে আশা।