‘কালা চশমা’ গানের তালে নাচের যে নতুন ভার্সাಞন ভাইরাল হতে শুরু করেছে, তা এসেছে নরওয়ের এক ডান্স ট্রুপের হাত ধরে। সেই নাচের স্টাইল এই মুহূর্তে ভাইরাল। সোশ্য়াল মিডিয়া মাধ্যম খুললেই এই ভিডিয়োগুলি কার্যত মাত করে দিচ্ছে। তারই মধ্যে শাড়ি পরিহিতা ভারতীয় মহিলাদের নাচের এক গুচ্ছ ভিডিয়ো এই নাচের স্টাইলে ভাইরাল হতে শুরু করেছে।
কার্যত ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে এই নাচের ভিডিয়ো। অনেকেই এই নাচের ভিডিয়োকে 'কালা চশমা' গানের সঙ্গে ‘আন্টি ডান্স’ বলে আখ্যা দিচ্ছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ঝাঁক মহিলা, ভিন্ন ভিন্ন জায়গায় এই নাচের স্টাইলে কোমর দোলাচ্ছেন। তবে এই কোমর দোলানোর পদ্ধতি খুব একটা সহজ নয়! তবে স্টেপ যেমনই হোক, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে ইন্টারনেটে। প্রসঙ্গত, ২০১৬ সালের ছবি ‘বার বার দেখো’-তে এই গানটি আলাদা করে নজর কেড়েছে। কংগ্রেসে থাকাকালীন কোন কোন মন্ত্রিত্বের পদে ছিলেন গুলাম নব⛦ি আজাদ?
উল্লেখ্য, আপাতত ইন্টারনেটে মধ্যবয়সী মহিলাদের এই নাচের ভিডিয়ো যেভাবে ঝড় তুলেছে, তাতে অনেকেই অস্বস্তি বোধ করছেন। অনেকেই এই নাচকে ‘ক্রিঞ্জ’ বা অস্বস্তিকর বলে ব্যাখ্যা করছেন। তবে ২০১৬ সালের সেই ছবির নামের মতো করেই এই ভিডিয়ো ‘বার বার দেখ’-এ চলেছেন অনেকেই! ভিডিয়োয় দেখা যাচ্ছে,গান শুরু হতেই মহিলারা ঝপাঝপ মাটিতে ঝাঁপিয়ে পড়ছেন, আর শ꧒ুরু হয়ে যাচ্ছে সেই বিখ্যাত স্টেপ!